‘তপ্ত দুপুর’-এ অনাগত সন্তানের অপেক্ষায় মোশাররফ করিম
২১ জুলাই ২০২১ ১৪:১৬
ঈদ উপলক্ষে নির্মিত হলো একক নাটক ‘তপ্ত দুপুর’। সুমন আনোয়ার-এর রচনা ও পরিচালনায় এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম ও প্রভা। প্রচারিত হবে ঈদের ৩য় দিন (শুক্রবার) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে।
‘তপ্ত দুপুর’ নাটকের গল্পে দেখা যাবে, খাল শুকিয়ে বিরাণ হয়ে যাচ্ছে দিনে দিনে। নজরুল আজও কোন মাছ পায়নি। বাড়িতে পোয়াতি বউ ময়না দুপুর গড়িয়ে গেলে বুঝতে পারে স্বামীর জালে মাছ ওঠেনি। নজরুল ভাবছে নৌকাটা বিক্রি করে দিবে। নিজে না খেলেও অনাগত সন্তানকে খাবার দিতে হবে। উপায়হীন হয়ে নজরুল দ্রুত হাটের দিকে ছোটে।
নজরুলের কথা শুনে অবাক হয় মহাজন, নাও বেচলে খাবে কি? নজরুলের নৌকা কিনতে রাজি হয় না মহাজন। ৫০০ টাকা হাতে দিয়ে নজরুলকে বাড়িতে বাজার নিয়ে যেতে বলে। নজরুলের চোখ ছল ছল করে ওঠে। মনের আনন্দে বাজার করে নজরুল। অনাগত সন্তানের জন্য ১০০ টাকা দিয়ে এক সেট জামা কিনে নিয়ে বাড়িতে যায়। সন্ধ্যায় মহাজন আর তার স্ত্রী প্রচুর বাজার-সদাই নিয়ে তার বাড়িতে হাজির। নজরুল অবাক হয়। ময়না বাজারগুলো গুছিয়ে রাখছে ঘরে। বাইরে নজরুলের হাতে বেশ কিছু টাকা দিয়ে মহাজন বলে, তোর বাচ্চাটা আমাদের দিয়ে দে। তোদের সারাজীবনের দেখভালের দায়িত্ব আমার। এখন কি করবে নজরুল …
সারাবাংলা/এএসজি
ঈদ নাটক একক নাটক একক নাটক ‘তপ্ত দুপুর’ তপ্ত দুপুর মাছরাঙা টেলিভিশন