Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপ্টেম্বরে বিয়ে করছেন ন্যানসি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২১ ২০:০৩

জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যানসি বিয়ে করতে যাচ্ছেন আগামী সেপ্টেম্বর মাসে। তিনি নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন। বর্তমানে বিয়ে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন।

তিনি জানান, তার ইচ্ছে ছিলো আগস্টেই বিয়েটা সেরে ফেলা। কিন্তু নানাবিধ কারণে তিনি সেপ্টেম্বর মাসটি বেছে নিয়েছেন। তার বরের নাম কি, কী করেন এ ব্যাপারে আগে থেকেই কিছু বলতে চান না জনপ্রিয় এ শিল্পী।

বেশ মজা করে ন্যানসি বলেন, ‘আমার এর আগে বিয়ে হয়েছে কিন্তু মেহদি দেওয়া হয়নি। যেহেতু এবার দানে দানে তিন দান, তাই বিয়ের সব আয়োজন রাখবো কিনা ভাবছি। মেহদি, প্রি ও পোস্ট ওয়েডিং- সবকিছু। আমি জীবন নিয়ে নতুন করে ভাবতে চাই। পেছন ফিরে তাকাতে চাই না।’

জানা যায়, তার দ্বিতীয় স্বামী জায়েদের সঙ্গে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে সম্প্রতি।

সারাবাংলা/এজেডএস

ন্যানসি বিয়ে

বিজ্ঞাপন
সর্বশেষ

আরো

সম্পর্কিত খবর