দর্শকের ভালোবাসায় এই প্রজন্মের ৪ উপস্থাপক
১ আগস্ট ২০২১ ১৩:০১
তৌহিদা শ্রাবণ্য, রূহানী লাবণ্য, মৌসুমী মৌ ও নীল হুরেজাহান এই সময়েরই বলা হোক কিংবা এই প্রজন্মেরই বলা হোক চারজনই উপস্থাপনায় নিজেদের সেরাটুকু দিয়ে আলোচনার শীর্ষে আছেন। টিভি চ্যানেগুলোতে ঘুরে ফিরে এই চারজনকেই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। দর্শকের আগ্রহ এবং চ্যানেলগুলোর আগ্রহের সমন্বয়ে যেন তাদেরও দিনদিন ব্যস্ততা বেড়েই চলেছে।
তবে গেলো ঈদে উপস্থাপনার পাশাপাশি টিভি নাটকে অভিনয় করে সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন তৌহিদা শ্রাবণ্য। গেলো ঈদে তাকে তিনটি নাটকে অভিনয়ে দেখা যায়। তৌহিদা শ্রাবণ্য বলেন, ‘গেলো ঈদে জিটিভিতে প্রচারিত মাহমুদ দিদার পরিচালিত প্রিয় ডাকবাক্স নাটকে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি সাড়া পেয়েছি আমি। এতে আমার সহশিল্পী হিসেবে শ্রদ্ধেয় দিলারা জামান এবং খায়রুল বাসারকে পেয়েছি। একটু অন্যরকম গল্পের নাটক ছিলো এটি। এছাড়াও বাকী যে দু’টি নাটকে অভিনয় করেছি যেমন রাইসুল তমালের ভাঙ্গনের পর ও বিটিভির বিয়ের ক’দিন আগে নাটকে অভিনয় করেও সাড়া পেয়েছি।’
অভিনয় করে দুর্দান্ত সাড়া পেয়েছেন মৌসুমী মৌ। তার ভাষ্যমতে সঞ্জয় সমাদ্দারের ‘শোক সভা’ ও চয়নিকা চৌধুরীর ‘স্যারের মেয়ে’ নাটকে অভিনয় করে বেশি সাড়া পেয়েছেন তিনি। পাশাপাশি চয়নিকা চৌধুরীর ‘শুভ কামনা’ নাটকের জন্যও সাড়া পেয়েছেন। মৌসুমী মৌ বলেন, ‘গেলো ঈদটা আমার জন্য একটু কষ্টেরই ছিলো। কারণ ছোট ভাই আসিফ অ্যাক্সিডেন্ট করায় আমাকে হসপিটাল-শুটিং-বাসা এভাবেই সময় কাটাতে হয়েছে। যারা এমন দু:সময়ে পাশে ছিলেন কৃতজ্ঞ তাদের প্রতি। ঈদে সরাসরি শো’তে অংশ নিতে হয়েছে। শোক সভা ও স্যারের মেয়ে নাটকে অভিনয়ের জন্য বেশি সাড়া পেয়েছি। সবাই দোয়া করবেন যেন আগামীতে আরো ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে পারি।’
ঈদে নীল হুরেজাহানের চমক ছিলো সাব্বির নাসিরের গাওয়া মাসুদ হাসান উজ্জ্বলের নির্দেশনায় ‘আধা’ মিউজিক ভিডিওতে তার নানন্দনিক উপস্থিতি। এই মিউজিক ভিডিওতে কাজ করে তিনি বেশ সাড়া পেয়েছে। নীল হুরেজাহান বলেন, ‘ঈদে আধা মিউজিক ভিডিওতে কাজ করে বেশ ভালো সাড়া পেয়েছি। এছাড়াও এনটিভি, আরটিভি, বিটিভি, এটিএন বাংলা, দেশটিভিতে আমার শো ছিলো। দেশ টিভিতে ছয়টি শো করেছি। সবমিলিয়ে এবারের ঈদটাও ভালোই কেটেছে।’
এদিকে ঈদ যেতে না যেতেই রুহানী লাবণ্য’র আবারো ব্যস্ততা শুরু হয়ে গেছে। এরইমধ্যে তিনি সুরস্রষ্টা আলাউদ্দিন আলী’র স্মরণে ‘স্মৃতিতে আলাউদ্দিন আলী’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন যা শিগগিরই একুশে টিভিতে প্রচার হবে। রুহানী লাবণ্য বলেন, ‘এই ঈদে আমার কাছে কষ্টের বিষয় ছিলো শ্রদ্ধেয় ফকির আলমগীর স্যারের চলে যাওয়া। তারসঙ্গে কতো কতো শো’তে দেখা হয়েছে। গেলো ঈদে উপস্থাপনাতেই আমার সবচেয়ে বেশি ব্যস্ততা ছিলো। এসএটিভি, এশিয়ান টিভি, আরটিভি, এটিএন বাংলাসহ আরো বেশ কয়েকটি চ্যানেলে ব্যস্ততায় কেটেছে আমার।’
সারাবাংলা/এএসজি
এই প্রজন্মের ৪ উপস্থাপক তৌহিদা শ্রাবণ্য নীল হুরেজাহান মৌসুমী মৌ রূহানী লাবণ্য