Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীর পর্নকাণ্ডে তাকে না জড়াতে শিল্পার কাতর আর্জি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ আগস্ট ২০২১ ১৬:৩২

পর্ন ফিল্ম তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগে রাজ কুন্দ্রার গ্রেফতারের পর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। শোনা যাচ্ছে, মুম্বাই পুলিশের সন্দেহের নজরে রয়েছেন এই অভিনেত্রী। মুম্বাই পুলিশ স্পষ্ট জানিয়েছে, এই মামলায় কোনওরকম ক্লিনচিট দেওয়া হয়নি শিল্পাকে, তদন্ত চলছে। বলা যায়, রাজ কুন্দ্রার এমন এক কাণ্ডে স্ত্রী শিল্পা শেঠিকে নিয়ে চলছে টানা হ্যাঁচড়া। রাজ এখন জেল হাজতে, আর শিল্পা সন্তানদের নিয়ে নিজের বাড়িতে। এদিকে শিল্পা অভিযোগ করেছেন, আদালতে বা আইনের চোখে দোষী প্রমাণিত হওয়ার আগে তাকে সোশ্যাল মিডিয়ায় অপরাধী ঘোষণা করা হচ্ছে।

পর্নকাণ্ড সংক্রান্ত নানান ‘মিথ্যা, ভুয়ো এবং ভিত্তিহীন’ খবর প্রকাশ করে সংবাদমাধ্যমগুলো শিল্পার ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালাচ্ছে- এই অভিযোগ এনে বম্বে হাইকোর্টে মানহানির মামলা ঠুকেছিলেন শিল্পা। মামলার প্রথম শুনানিতে রীতিমতো আদালতের ভর্ৎসনা মুখে পড়েন তিনি। অভিনেত্রীকে কোনওরকম অন্তর্বতীকালীন অব্যাহতি দেয়নি আদালত। বরং পালটা প্রশ্ন করে, ‘পুলিশের দেওয়া তথ্য চ্যানেলে সম্প্রচার করা হলে বা সংবাদপত্রে অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হলে সেটা কিভাবে মানহানিকর?’

অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা

অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা

অবশেষে এই মামলা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিলেন শিল্পা শেঠি কুন্দ্রা। নায়িকার অভিযোগ এই মামলায় ‘মিডিয়া ট্রায়াল’-এর মুখে পড়ছেন তিনি। শিল্পা নিজের বিবৃতিতে জানান, ‘গত কয়েকদিনটা খুব চ্যালেঞ্জিং আমার জন্য, সবক্ষেত্রেই। চারিদিকে অনেক রটনা, এবং অভিযোগের বন্যা। প্রচুর পরিমাণে অযৌক্তিক দাবিদাওয়া আমার নামে চালিয়ে দিচ্ছে সংবাদমাধ্যম এবং আমার শুভাকাঙ্ক্ষীরা (আদতে নন)। অনেক ট্রোলিং আর প্রশ্ন রাখা হচ্ছে শুধু আমাকে নিয়ে নয়, আমার পরিবারকে নিয়েও।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া শিল্পার বিবৃতি

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া শিল্পার বিবৃতি

শিল্পা উল্লেখ করেন, ‘আমি এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করিনি এখনও, এবং আগামিতেও করব না কারণ এই মামলাটি আদালতে বিচারাধীন, তাই দয়া করে আমার নামে মিথ্যা কোনও বিবৃতি রটাবেন না।’

মুম্বাই পুলিশ এবং ভারতীয় বিচার ব্যবস্থার উপর তার পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে শিল্পা আরও লিখেন, ‘আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে মা হিসাবে আবেদন জানাচ্ছি, আমাদের গোপনীয়তার একটু খেয়াল রাখুন, অন্তত আমার দুই সন্তানের জন্য। দয়া করে কোনও অর্ধ-সত্য তথ্য ছড়িয়ে দেবেন না।’

অভিনেত্রী শিল্পা শেঠি

অভিনেত্রী শিল্পা শেঠি

সব শেষে অভিনেত্রী শিল্পা শেট্টি যোগ করেন, ‘আমি এই দেশের এক আইন মেনে চলা নাগরিক, গত ২৯ বছরের পেশাদার জীবনে আমি অনেক কষ্ট করেছি, আমি পরিশ্রমী শিল্পী। মানুষ আমার উপর বিশ্বাস রেখেছেন, এবং সেই মর্যাদার কোনওদিন আমি অবজ্ঞা করিনি। দয়া করে আমার পরিবারের এবং আমার গোপনীয়তা বজায় রাখার এই সিদ্ধান্তের মর্যাদা দিন।’

এই মুহুর্তে শিল্পার হাতে সিনেমা তো প্রায় নেই, এর মধ্যে ‘হাঙ্গামা টু’ ছবি দিয়ে দীর্ঘ সাত বছর পর ছবির জগতে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু শিল্পার ব্যক্তিগত জীবনে নেমে আসা বিতর্কের আগুনে যেন পুড়ে ছারখার তার সেই স্বপ্ন। এই ফিরে আসাটা মোটেই সুখকর হল না অভিনেত্রীর কাছে।

সারাবাংলা/এএসজি

অভিনেত্রী শিল্পা শেঠি অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা রাজ কুন্দ্রা রাজ কুন্দ্রার পর্ন কাণ্ড শিল্পা শেঠি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর