Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহ্নবীর বিয়ে!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ আগস্ট ২০২১ ১৭:৪৩

একজন ‘স্টার কিড’ হিসেবেই বলিউড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় শ্রীদেবী ও বনি কাপুর কন্যা জাহ্নবী কাপুরের। শশাঙ্ক খইতান পরিচালিত ধড়ক ছবির হাত ধরে বলিউডে পা রাখেন জাহ্নবী। বক্সঅফিসে ভালো ফল করে সে ছবি। বর্তমানে তার উপর আস্থা রাখছেন বলিউডের সফল নির্মাতারাও। এবার নিজের বিয়ের পরিকল্পনা শোনালেন এই অভিনেত্রী।

বিয়ের দিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় যে কোনও মেয়ের জীবনে। সেইদিন সব লাইম লাইট থাকে কনের উপরেই। আর যদি সে কোনও বলিউড তারকা হয় তাহলে তো কথাই নেই! বিয়ের দিন কেমন সাজবেন তা ঠিক করে ফেলেছেন জাহ্নবী কাপুরও। বিয়ের পুরো পরিকল্পনার ছক কষে বসে রয়েছেন শ্রীদেবীর এই কন্যা। কোথায় বিয়ে করবেন, কেমনভাবে ভেন্যু সাজানো হবে- সব প্ল্যানিং রেডি।

এক সাক্ষাৎকারে নিজের বিয়ে প্রসঙ্গে জাহ্নবীর জানালেন, বিগ ফ্যাট বলিউড ওয়েডিং নয় তার বিয়ে ‘সাধারণ এবং রীতি অনুসারে’। খুব বেশিদিন ধরে বিয়ের অনুষ্ঠান চালানোর পরিকল্পনা নেই জাহ্নবীর, দু-দিনের মধ্যেই সব অনুষ্ঠান শেষ করতে চান তিনি। ইতালীর লাগোয়া তিররেনীয় সাগরে অবস্থিত ছোট্ট দ্বীপ কেপ্রিতে একটা বিলাসতরীতে নিজের ব্যাচেলার পার্টি করবেন জাহ্নবী, বিয়ের অনুষ্ঠান হবে তিরুপতিতে। আর সংগীত এবং মেহেন্দির অনুষ্ঠানের আয়োজন করা হবে তামিলনাড়ুর মাইলাপুরে- শ্রীদেবীর জন্মভিটেতেই।

রিসেপশন নিয়ে খুব বেশি উৎসাহী নন জাহ্নবী। সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে, তিনি বলেন, ‘ওটা কি খুব জরুরি? না, তো… দরকার নেই’। বিয়ের ভেন্যু একদম সাবেকি সাজে সাজাবেন জাহ্নবী, থাকবে জুঁইফুলের ডেকোরেশন। ব্রাইডস মেট হিসাবে জাহ্নবীর বিয়েতে অংশ নেবেন বোন খুশি কাপুর, সৎ দিদি অংশুলা কাপুর এবং বন্ধু তানিশা সন্তোষি।

বিয়ের দিন কাঞ্জিভরাম অথবা পট্টু পাভাদাই শাড়ি-তে সাজবেন তিনি। সেই শাড়ির রঙ হবে সোনালি আর আইভরির মিশেলে। মেহেন্দিতে গোলাপি এবং সংগীতে হলুদ রঙের সাবেকি পোশাক পছন্দ জাহ্নবীর।

কিন্তু সব প্ল্যান তো রেডি, পাত্রটা কে? জাহ্নবী বললেন, ‘আমার বর এমন মানুষ হবে যার মনটা খুব পবিত্র, এখনও পর্যন্ত এমন কোনও মানুষ খুঁজে পাইনি। আশা করছি জলদি পাব’।

সারাবাংলা/এএসজি

জাহ্নবী কাপুর জাহ্নবীর বিয়ে! বনি কাপুর শ্রীদেবী


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর