Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার টিকা নিয়েছেন অপূর্ব

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২১ ১৮:১৪

গত ফেব্রুয়ারিতে যখন প্রথম দফায় করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হলে তখন অধিকাংশ তারকায় নেননি। তবে এবার যখন আবার শুরু হয়েছে তখন সবাই নিচ্ছেন। এর মধ্যে যুক্ত হয়েছেন ছোটপর্দার বর্তমান শীর্ষ তারকা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে গিয়ে টিকা গ্রহণ করেন।

অপূর্ব তার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে খবরটি জানিয়েছেন। একইসঙ্গে কয়েকটি ছবিও দিয়েছেন। যেগুলোর ক্যাপশনে শুধু লিখেছেন ‘আলহামদুলিল্লাহ্‌’।

বিজ্ঞাপন

উল্লেখ্য অপূর্ব গত বছরের নভেম্বরে করোনায় আক্রান্ত হন। প্রথমে অক্টোবরের শেষের দিকে তার জ্বর আসে। এরপর করোনার পরীক্ষা করান। ২ নভেম্বর ফল পজেটিভ আসে। পরদিন তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করাতে হয়েছিলো।

তখন ডাক্তাররা জানিয়েছিলেন, তার ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত। তবে আট দিন চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেন।

সারাবাংলা/এজেডএস

অপূর্ব করোনা ভ্যাকসিন

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর