অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি একটি কর্পোরেট মার্কেটপ্লেসের প্রধান জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা হয়েছেন। এবার একই পদে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। তবে তিনি হয়েছেন অন্য আরেকটি কোম্পানী শ্রেষ্ঠ-এর।
নিরব জানান, গেল তার আনুষ্ঠানিক যোগদানের কথা ৩ আগস্ট থেকে হলেও তিনি ১ আগস্ট থেকে অফিস করছেন। তিনি ই-কর্মাস প্রতিষ্ঠানটির গ্রাহক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সম্পর্ক তৈরি ও উন্নয়নে কাজ করবেন।
এটি পূর্ণকালীন চাকরি হলেও নিরব তার বর্তমান পেশা নির্বিগ্নে চালিয়ে যেতে পারবেন। তিনি বলেন, ‘তারা আমাকে জেনেই প্রস্তাব দিয়েছিলো। আমি আমার মতো করে অভিনয়, শুটিংয়ের পাশাপাশি সময় দিবো। এমন না যে সবসময় ৯ থেকে ৫ অফিস করতে হবে।
নতুন অভিজ্ঞতা কেমন লাগছে? এমন প্রশ্নে নিরব বলেন, সবে তো মাত্র কাজ শুরু করলাম। আশা তো করছি শ্রেষ্ঠের সঙ্গে পথচলা সুখকর হবে।
গেলো ঈদে তার অভিনীত ‘কসাই’ ছবিটি টেলিভিশনে প্রিমিয়ার হয়েছে। এছাড়া ছবিটি ওটিটি ও সিনেমা হলেও চলেছিলো। বর্তমানে নিরব অভিনীত ‘চোখ’, ‘অমানুষ’, ‘ছায়াবৃক্ষ’ ও ‘ফিরে দেখা’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।