Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তি পেলো ‘নীল মুকুট’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২১ ২১:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাতা কামার আহমাদ সাইমন চেয়েছিলেন তার ছবি ‘নীল মুকুট’ তিনি প্রথমে দেশের দর্শকদের দেখাবেন কোনো চলচ্চিত্র উৎসবের আগে। তিনি কথা রেখেছেন। ছবিটি রোববার রাত ৮টায় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। যদিও নির্মাতার ইচ্ছে ছিলো আগে সিনেমা হলে দিবেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সে ইচ্ছে আর পূরণ করা গেলো না।

সাইমন তার ছবির বিষয়বস্তু ও পটভূমি নিয়ে বলেন, “নীল যদি ব্যথার রঙ হয়, আর মুকুট যদি হয় ক্ষমতার পরিচয় – ‘নীল মুকুট’ সেই অর্থে একটা অন্য রকম ছবি। প্রথম কথা এটা কোনও গল্প নয়, এখানে কোনও গল্প নেই। প্লেনে একবার এক দূরদেশ যাত্রায় একটা কান্না শুনে মন খুব খারাপ হয়েছিল, কান্নাটা খুব ভাবিয়েছিল। সেই ভাবনার মুহূর্তটাকে ফ্রেমে আনার চেষ্টাই নীল মুকুট।’’

বিজ্ঞাপন

ছবিটির শুটিং হয়েছিলো হাইতিতে। গত বছর ছবিটি মুক্তির কথা ছিলো। কিন্তু করোনার কাওরণে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেলে ছবি মুক্তি থেমে যায়। অবশেষে দর্শকরা ছবিটি দেখতে পারছেন।

সারাবাংলা/এজেডএস

কামার আহমাদ সাইমন নীল মুকুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর