Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যদি রাত পোহালে’ গানের পুন:নির্মাণ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২১ ২১:০০

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে কালজয়ী গান ‘যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই’-এর নতুন সঙ্গীতায়জনে নির্মিত সংস্করণের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় ১৩ আগস্ট শুক্রবার বেলা ১১ টায়।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ তার নিজ বাসভবনে  এই গানের মোড়ক উন্মোচন করেন। করোনাকালীন এই মহামারির সময়ে খুব স্বল্প পরিসরে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

হাসান মতিউর রহমানের কথায় মলয় কুমার গাঙ্গুলীর সুরে গানটি পুনঃনির্মাণ করেছেন কৌশিক হোসেন তাপস এবং গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন  গানবাংলা টেলিভিশন-এর চেয়ারপারসন ফারজানা মুন্নী।

টি এম প্রোডাকসন্স ও টি এম রেকর্ডস এর যৌথ আয়োজনে নির্মিত গানটিতে কণ্ঠ দিয়েছেন- ঐশী, লুইপা, দোলা, আনিকা, ডোরা, আর্নিক, রেশমী, তাসফি, সিঁথি সাহা, পূজা, হৈমন্তি, পুতুল, ঝিলিক, কর্ণিয়া ও কৌশিক হোসেন তাপস।

সারাবাংলা/এজেডএস

যদি রাত পোহালে শোনা যেতো