অন্তর্জালে ‘রক্তমাখা সিঁড়ি’
১৯ আগস্ট ২০২১ ১৬:০৯
বঙ্গবন্ধুকে নিয়ে মিউজিক্যাল ডকু ফিল্ম ‘রক্তমাখা সিঁড়ি: ফাদার’স ব্লাড’ ১৭ আগস্ট (মঙ্গলবার) গীতিকার সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এতে অভিনয় করেছেন তারিন জাহান, শিশুশিল্পী আয়মান জামান প্রাকৃত, অঙ্কিত বিপুল এবং ভাস্কর রাশা।
গীতিকার সুজন হাজংয়ের প্রযোজনায় মিউজিক্যাল ডকু ফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। চিত্রগ্রহণ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক কমল চন্দ্র দাস, সম্পাদনা করেন ফকরুল ইসলাম |
জাতীয় শোক দিবস উপলক্ষে সুজন হাজংয়ের লেখা ‘রক্তমাখা সিঁড়ি’ গানটির অবলম্বনে নির্মিত হয় মিউজিক্যাল ডকু ফিল্মটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নিশিতা বড়ুয়া এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
ডকু ফিল্মটি নিয়ে বয়াতি বলেন, জাতির পিতা ও তাঁর পরিবার হত্যাকাণ্ড ইতিহাসের একটি কালো অধ্যায়। সেই অধ্যায়টির মনস্তাত্ত্বিক বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী সত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি ‘রক্তমাখা সিঁড়ি’ ফাদারস ব্লাড এর মাধ্যমে।
অভিনেত্রী তারিন বলেন, অভিনয়ের সময় বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি বারবার চোখে ভেসে ওঠেছিল। বারবার অশ্রুসিক্ত হয়েছি। শেখ রাসেলের কথা বারবার মনে পড়েছিল। বঙ্গবন্ধুর প্রতি আমাদের শাশ্বত আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা মিশ্রিত অভিব্যক্তি প্রকাশ করেছি এই মিউজিক্যাল ডকু ফিল্মের মাধ্যমে।
সারাবাংলা/এজেডএস