Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রিয়জন’-এর সেঞ্চুরি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ আগস্ট ২০২১ ১২:১৪

একই বাড়িতে, পাড়ায়, মহল্লায় একসঙ্গে পাশাপাশি বসবাস করা মানুষদের আনন্দ-বেদনার গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘প্রিয়জন’। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় প্রচারিত এই নাটকটি শত পর্বের মাইলফলক স্পর্শ করতে চলেছে।

২২ আগস্ট (রোববার) প্রচারিত হবে এর ১০০তম পর্ব। মামুন অর রশিদের রচনা ও শামীম জামানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশারফ করিম, আ.খ.ম হাসান, সালহা খানম নাদিয়া, শামীম জামান, জয়রাজ, জামিল হোসেন, তারিক স্বপন, হিমি, রোবেনা রেজা জুঁই, চিত্রলেখা গুহ, শিল্পী সরকার অপু, সাবেরী আলম, মাছুম বাশার, সঞ্চিতা দত্ত, তারিক আনাম খান প্রমুখ।

সারাবাংলা/এএসজি

‘প্রিয়জন’-এর সেঞ্চুরি ধারাবাহিক নাটক মাছরাঙা টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর