অমিত হাসান এবার পরিচালনায়
২৪ আগস্ট ২০২১ ১৪:৩৫
নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ছিলেন অমিত হাসান। সময়ের পরিক্রমায় তিনি খলনায়ক হিসেবে অভিনয় শুরু করেন। চলচ্চিত্রও প্রযোজনা করেছেন। এবার তিনি পরিচালনায় আসছেন। তবে কোনো ছবি নয়, নাটক পরিচালনা করবেন। নাটকের নাম ‘পরাণ পাখি রে’।
নাট্যপরিচালনা নিয়ে অমিত হাসান বলেন, ‘সিনেমাই আমার মূল টার্গেট। তবে পরীক্ষামূলকভাবে নাটক বানানো শুরু করছি। এখন প্রি-প্রোডাকশন করছি।’
নাটকটিতে নায়কের চরিত্রে অভিনয় করবেন অমিত হাসান নিজেই। এখনো বাকি অভিনয়শিল্পীদের চূড়ান্ত করা হয়নি। এতে একটি গান লিখছেন তিনি। আগামী সপ্তাহে নাটকটির শুটিং শুরু হবে।
অমিত হাসানের হাতে আছে অপূর্ব রানার ‘যন্ত্রণা’, রাকিবুল আলম রাকিবের ‘সীমানা’, ‘ইয়েস ম্যাডাম’, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমাগুলো। শিগগিরই তিনি ছবিগুলোর শুটিং শুরু করবেন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘বিক্ষোভ’ ও ‘বিদ্রোহী’ নামের সিনেমা দুটি।
১৯৮৬ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগীতার মাধ্যমে তার চলচ্চিত্রে আগমন। ১৯৯০ সালে ছটকু আহমেদের ‘চেতনা’ তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছেন।
সারাবাংলা/এজেডএস