এ সময়ে ফারজানা মিথিয়া
২৬ আগস্ট ২০২১ ১৭:০৫
মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা ফারজানা মিথিয়া। তিন মাধ্যমেই বেশ সরব তিনি। মিথিয়া অভিনীত একুশে টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক জুয়েল হাসানের পরিচালনায় ‘যাহা বলিব সত্য বলিব’। এতে শামীম জামানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। আগামী মাস থেকে আরটিভিতে প্রচার শুরু হবে ফরিদুল হাসানের পরিচালনায় ও জাকির হোসেন উজ্জ্বলের রচনায় ‘বাহানা’ নাটকটি।
নিজেকে পুরোদস্তুর মিডিয়ায় ব্যস্ত রেখেছেন এই অভিনেত্রী। ডকুমেন্টারি, টিভিসি, ওভিসি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটকে নিয়মিত কাজ করছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত প্রথম চলচ্চিত্রটি। নারী প্রধান সিনেমাটিতে মূল চরিত্রে কাজ করেছেন তিনি। বর্তমানে সিনেমাটি সম্পাদনার টেবিলে আছে। তবে এ ব্যাপারে এখনই বলতে পরিচালকের নিষেধ আছে, তাই ছবির নাম প্রকাশ করছেন না তিনি।
ফারজানা মিথিয়া অভিনীত প্রথম ধারাবাহিক নাটক হচ্ছে আশুতোষ সুজনের ‘থ্রি সিস্টার্স’। এরপর কাজ করেছেন মাসুম শাহরিয়ার এর রচনায়, গোলাম মোক্তাদির শানের ‘উৎসব’ ও ফরিদুল হাসানের ‘বাউন্ডেলে’।
তার অভিনীত একক নাটকের মধ্যে উল্লেখযোগ্য নাটক হচ্ছে, মেহেদী হাসান হৃদয়ের ‘হার্ট অ্যাটাক’, তারেক মিয়াজির ‘বকেয়া মজিদ’, ‘চান্দু মিয়ার বিদেশ সফর’, মাহমুদ মাহিনের ‘ভালোবাসার অন্তরালে’, জামাল মল্লিকের ‘প্রেম অপ্রেমের গল্প’, মুসাফির রনির ‘তোলপাড়’, সঞ্জীব দাসের ‘ফেরা’, হোসেন আলমগীরের ‘রং মাস্টার’, নয়ন বাবুর ‘কানা বাবা’ ও ‘ব্যাচলর গার্লফ্রেন্ড’ ইত্যাদি।
সারাবাংলা/এজেডএস