Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপ্টেম্বরের যে কোন দিন ‘প্রীতিলতা’র দ্বিতীয় লুক

আহমেদ জামান শিমুল
৩১ আগস্ট ২০২১ ১৫:৩৩

গত জুলাইয়ে প্রকাশিত হয়েছিলো ‘প্রীতিলতা’ ছবির প্রথম লুক। সেখানে পরীমনির লুক দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলো সবাই। দেখে মনে হয়েছিলো বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের পুনর্জন্ম হয়েছে। কিন্তু তার মাত্র সপ্তাহ দুয়েক পর ৪ আগস্ট র‍্যাবের হাতে আটক হন তিনি। এরপর মাদক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। সে মামলায় মঙ্গলবার (৩১ আগস্ট) তিনি জামিন পেয়েছেন। ঠিক সে মুহূর্তে পরিচালক রাশিদ পলাশ জানালেন, তিনি ‘প্রীতিলতা’র দ্বিতীয় লুক প্রকাশ করতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

রাশিদ জানান, সেপ্টেম্বর মাসের যে কোন দিন তা প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘এটা যে পরীমনি জামিন পেয়েছে তার কারণে ছাড়বো তা না, আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিলো। সেপ্টেম্বর (২৩ সেপ্টেম্বর) মাসেই প্রীতিলতার মৃত্যুবার্ষিকী। ওই উপলক্ষে আগে থেকেই পরিকল্পনা করা আমাদের। এটা হতে পারে মৃত্যুবার্ষিকীর আগ মুহূর্তে আবার এমনও হতে পারে আগামী দু-একদিনের মধ্যে ছাড়বো।’

পরীমনি কারাগরে যাওয়ার আগে ছবির ত্রিশ শতাংশ শুটিং শেষ হয়েছিলো। কথা ছিলো ১৭ আগস্ট থেকে চট্টগ্রামে বাকি শুটিংয়ে অংশ নিবেন। তা আর সম্ভব হয়নি স্বাভাবিক কারণে। এখন কি তার সঙ্গে বাকি শুটিংয়ের শিডিউল নিয়ে কথা বলবেন।

রাশিদ পলাশ বলেন, আমরা চাই কারাগার থেকে ছাড়া পাওয়ার পর আপাতত কয়েকদিন যেনো তিনি বিশ্রাম নিতে পারেন। তাই তাকে কয়েকদিন শুটিংয়ের ব্যাপারে কোনো প্রকার বিরক্ত করবো না। তবে তার সঙ্গে আমাদের জেলে দেখা হয়েছিলো। তখন আমাদেরকে বলেছেন, তিনি মানসিকভাবে প্রস্তুত আছেন শুটিং করার। শুধু তাকে জেল থেকে বের করার ব্যবস্থা করতে বলেছেন।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে নির্মিত হচ্ছে ‘প্রীতিলতা’। ইউফরসির ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল, চিত্রগ্রহণে আছেন সাহিল রনি, সেট ডিজাইনে মম, ক্রিয়েটিভ ডিরেক্টর রয় সন্দীপ । ছবির জন্য গান গেয়েছেন কবির সুমন।

ছবিতে পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, মুকুল সিরাজ, রিপা, আর এ রাহুল।

১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহন করেন প্রীতিলতা তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সাথে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে নিজের জীবন আত্মহুতি দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

দ্বিতীয় লুক পরীমনি প্রীতিলতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর