Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারুফের প্রথম মৌলিক গান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২১ ১৬:০২

ইউটিউবে উম্মুক্ত হলো শাখাওয়াত হোসেন মারুফের প্রথম মৌলিক গান। গানটির কথা সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই।

‘তুমি আমার জানা উত্তর’ শিরোনামের এ গানটি মূলত প্রেম ও বিরহকে কেন্দ্র করেই। শিল্পীর নিজের ইউটিউব অফিসিয়াল চ্যানেল থেকেই প্রকাশিত হয়েছে গানটি। পাশাপাশি বিভিন্ন অ্যাপে শোনা যাচ্ছে গানটি।

গানটি প্রসঙ্গে মারুফ বলেন, ‘গান গাওয়ার কোন ইচ্ছে কখনোই ছিল না। সব সময় পেশাদার শিল্পীদের দিয়েই গান করিয়েছি। কিন্তু করোনায় লকডাউনের সময়টিতে শিল্পীদের ডাকাও যাচ্ছিলো না। এদিকে নতুন নতুন গান জমছিলো। হঠাৎ করেই সিদ্ধান্তটি নেয়া। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

গানটির মিউজিক ভিডিওটিও নির্মাণ করেছেন শিল্পী নিজে। মডেল হিসেবে আছেন ফয়সাল দীপ ও সোহানি ইসরাত। চিত্রগ্রহণ করেছেন সানি খান। ঢাকাতেই চিত্রায়িত হয়েছে ভিডিওটি।

সারাবাংলা/এজেডএস

তুমি আমার জানা উত্তর শাখাওয়াত হোসেন মারুফ