Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়াঙ্কা আউট, দীপিকা ইন!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩১ আগস্ট ২০২১ ১৯:৫৩

প্রিয়াঙ্কার হলিউড রাজত্বে ঢুকে পড়লেন দীপিকা পাড়ুকোন। নতুন খবর অনুযায়ী, দীপিকা সই করে ফেলেছেন হলিউডের নতুন এক ছবিতে। ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জান্ডার কেজ’ মুক্তি পাওয়ার পর এই ছবিই হতে চলেছে হলিউডে দীপিকার দ্বিতীয় ছবি।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, দীপিকার এই নতুন হলিউড ছবি একেবারেই রোম্যান্টিক কমেডি। যেখানে অভিনয় করতে পারেন হলিউডের বেশ কয়েকজন নাম করা তারকা। তবে এই ছবিতে দীপিকা কিন্তু শুধু অভিনয় করবেন না বরং হলিউড প্রযোজনা সংস্থা এসটিএক্স ফিল্মসের সঙ্গে ছবিটি প্রযোজনাও করবেন বলে জানা গিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, হলিউডের এই প্রযোজনা সংস্থা নাকি প্রথমে প্রিয়াঙ্কার নাম ভেবেছিল। তারপর হুট করে এর মধ্যে ঢুকে পড়েন দীপিকা। তবে এসব গুঞ্জনকে একেবারেই ভ্রান্ত বলে দাবি করেছেন দীপিকার ফিল্ম টিম। বরং ‘ছপক’ ছবির পর নতুন ছবির প্রযোজনা ও কাস্টিং নিয়েই এখন ব্যস্ত রয়েছেন রণবীর সিং ঘরণী।

সারাবাংলা/এএসজি

দীপিকা পাড়ুকোন প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কাকে সরিয়ে হলিউড সিনেমায় দীপিকা! হলিউড ইন্ডাস্ট্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর