Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০০তম পর্বে ‘প্রিয়জনের গান’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৫

৫০০তম পর্বে পা রাখলো দেশ টিভির নিয়মিত মিউজিক্যাল ব্লগ-শো তিব্বত লাক্সারি সোপ ‘প্রিয়জনের গান’। ২০১১ সালের জুন মাসে শিল্পী সুবীর নন্দীর পরিবেশনা দিয়ে যাত্রা শুরু করে এখনও পর্যন্ত গানের চাকা সচল রেখেছে অনুষ্ঠানটি। এই দীর্ঘ পথে ‘প্রিয়জনের গান’-এ অংশ নিয়েছেন দেশের সকল পর্যায়ের শিল্পীরা। যাদের অনেকে আজ প্রয়াত, যেমন সুবীর নন্দী, ফকির আলমগীর, শাম্মী আক্তার, ইন্দ্রমোহন রাজবংশী, মিতা হক, জানে আলম, নীলোৎপল সাধ্য।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ সেপ্টেম্বর) ৫০০তম পর্ব উপলক্ষ্যে ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানটি বিশেষভাবে সাজানো হয়েছে। গান নিয়ে শিল্পী হিসেবে থাকছেন বাদশাহ বুলবুল এবং মৌটুসী পার্থ। তাদের গানের পাশাপাশি দীর্ঘ পথ চলায় এই অনুষ্ঠানের বিভিন্ন স্মৃতিচারণ, প্রয়াত শিল্পীদের উল্লেখযোগ্য সব পরিবেশনার ফুটেজ ইত্যাদিসহ নানা গল্পে জমবে এবারের পর্বটি। ওয়ালিদ হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় দেশ টিভিতে সরাসরি প্রচারিত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

৫০০তম পর্বে ‘প্রিয়জনের গান’ দেশ টিভি প্রিয়জনের গান