জাতির জনকের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ মুক্তি আগামী মার্চে
১০ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’। ছবিটি আগামী বছরের মার্চে মুক্তি পেতে পারে। এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
পত্রিকাটির এক খবরে বলা হয়, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে সম্প্রতি এক বৈঠকে দিল্লিতে মিলিত হন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুরাগ ঠাকুরের বরাদ দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে থাকলে ছবিটি মার্চেই আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে।
করোনার কারণে বেশ কয়েকবার শুটিং পিছিয়েও ইতোমধ্যে ছবিটির ভারত অংশের শুটিং শেষ হয়েছে। আগামী মাস থেকে বাংলাদেশ অংশের শুটিং শুরু হবে।
বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ আর শেখ হাসিনার ভূমিকায় নুসরাত ফারিয়া। এ ছাড়া অভিনয় করছেন তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকায় নুসরাত ইমরোজ তিশা।
সারাবাংলা/এজেডএস