Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নার্গিসের দেখা সবচেয়ে সুন্দর পুরুষ কে?

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১ ১৯:২২

পাঁচ বছর ধরে উদয় চোপড়ার সঙ্গে ডেট করেছেন নার্গিস ফাখরি। তাদের সম্পর্কের ব্যাপারে বাজারে অনেক গুঞ্জন থাকলেও এ নিয়ে এতদিন মুখ খুলেননি তাদের দুজনের কেউই। তবে এবার মুখ খুলেছেন নার্গিস। স্বীকার করে নিয়েছেন সম্পর্কের ব্যাপারটি। একই সঙ্গে উদয় তার চোখে সবচেয়ে সুন্দর পুরুষ বলেও জানিয়েছেন।

বর্তমানে সম্পর্ক না থাকলেও উদয় চোপড়া সম্পর্ক কোনো খারাপ মন্তব্য করতেও রাজি নন নার্গিস। তিনি বলেন, ‘সে (উদয়) ভীষণ ভালো মনের মানুষ, আফসোস কেন এতদিন সম্পর্কের কথা লুকিয়েছিলাম। আরেকটা ভারতে উদয়ই আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষ।’

বিজ্ঞাপন

নার্গিস আরও বলেন, ‘এখন সোশ্যাল মিডিয়ার যুগে বেশিরভাগ খবরই ভুয়া, অনেক সময় আমরা এমন কিছু মানুষকে দেবতার আসনে বসিয়ে দেই যারা বাস্তব জীবনে বন্ধ দরজার পেছনে ভয়ংকর’।

বর্তমানে অসুস্থতার কারণে আমেরিকায় অবস্থান করছেন নার্গিস।

সারাবাংলা/এজেডএস

উদয় চোপড়া নার্গিস ফাখরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর