Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গলুই’ সিনেমায় ইমন সাহার সুরে গাইলেন কনা-ইমরান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২১ ১১:৪৫

ইমন সাহা, সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশ বরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক। তার বাবা সত্য সাহা’র নাম, যশ, খ্যাতি’র প্রতি সুবিচারই করার চেষ্টা করেন তিনি তার প্রত্যেকটি কাজের মধ্যদিয়ে। যে কারণে বিশেষত চলচ্চিত্র পরিচালকদের কাছে ইমন সাহা ভীষণ এক আস্থার নাম। শিল্পীদের কাছেও তিনি একজন সুরস্রষ্টা, সঙ্গীত পরিচালক হিসেবে প্রবল বিশ্বাসের নাম। সম্প্রতি ইমন সাহা সরকারী অনুদানের সিনেমা ‘গলুই’র কাজ করছেন। গত ১২ সেপ্টেম্বর তিনি এই সিনেমার জন্য নতুন একটি গান করেছেন। জুয়েল মাহমুদ-এর কথায় গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল।

বিজ্ঞাপন

এই গান প্রসঙ্গে মুঠোফোনে আমেরিকা থেকে ইমন সাহা জানালেন, ‘কনা ও ইমরান আগের চেয়ে আরো অনেক ম্যাচিউরড হয়েছে। তাদের কন্ঠের মাধুর্যতা আরো অনেক বেড়েছে। গানটির কথা এক কথায় চমৎকার। আমি অনেক বড় অ্যারেঞ্জম্যান্ট গানটি করেছি। গানটি করার পর মুম্বাইয়ে আমার এক ভোকাল ট্রেইনার বন্ধুকে শুনিয়েছি। সে গানটি শুনে মুগ্ধ হয়ে আমাকে একটি প্রশ্নই করেছে, তা হলো গানটি মুম্বাইয়ের কোন শিল্পী গেয়েছে কী না। সুতরাং বুঝাই যাচ্ছে কনা এবং ইমরান কতোটা ভালো গেয়েছে। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে।’

বিজ্ঞাপন

গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত শিল্পী কনা। বললেন, ‘আমি এবং ইমরান চলচ্চিত্রে এর আগে কোন বিষয় ভিত্তিক গান আগে গাইনি। ইমনদা সবসময়ই খুব ভালো সুর করেন এবং তার সঙ্গীতায়োজনও এক কথায় অনন্য। আমার প্রতি তার আস্থাও আছে। আমি চেষ্টা করেছি তার মনের মতো করেই গাইতে। গানটি প্রকাশ হলে শ্রোতারা সেটা ভালোভাবেই বুঝতে পারবেন।’

এদিকে মুঠোফোনে কক্সবাজার থেকে ইমরান জানালেন, ‘জুয়েল মাহমুদ ভাইয়ের গানের কথা ও ইমন দাদা’র সুর সঙ্গীত দুটো মিলিয়ে সত্যিই একটি অসাধারণ গান হয়েছে। গ্রামে বৃষ্টি না হলে বৃষ্টি আসার জন্য যেভাবে বৃষ্টির হওয়ার জন্য আহ্বান করা হয় তেমনি বিষয় ভিত্তিক একটি গান। আশা করছি গানটি সবার ভালোলাগবে।’

উল্লেখ্য, সরকারী অনুদানে ‘গলুই’ সিনেমাটি নির্মাণ করবেন এস এ হক অলীক।

সারাবাংলা/এএসজি

‘গলুই’ সিনেমায় ইমন সাহার সুরে গাইলেন কনা-ইমরান ইমন সাহা ইমরান মাহমুদুল গলুই দিলশাদ নাহার কনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর