Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূর্গা পূজায় সাইফ শুভর ‘বেহিসেবী মন’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৮

সম্প্রতি ‘বেহিসেবী মন’ শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী সাইফ শুভ। স্টুডিও জয়ার রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

‘বেহিসেবী মন’ গানটির কথা লিখেছেন নবীন গীতিকবি সজীব ইসলাম সাগর। সুর এবং সংগীত আয়োজন করেছেন রাজন সাহা।

শুভ বলেন, গানটির কথাগুলো বেশ রোমান্টিক। এর প্রতিটি শব্দ সুর আর সঙ্গীতায়োজন আমাকে বাড়াবাড়ি রকমের মুগ্ধ করেছে। দারুন আনন্দ নিয়ে গানটি গেয়েছি। আশা করছি সব ধরনের দর্শক শ্রোতারা এই গানটি খুব পছন্দ করবেন।

গানটির ভিডিও নির্মাতা হিসেবেও কাজ করছেন সাইফ শুভ। প্রথমবারের ভিডিও নির্মিতা হিসেবে কাজ করার অভিজ্ঞতা বেশ দারুণ ছিলো বলে জানিয়েছেন শুভ।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্টুডিও জয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফিসিয়াল ফেইবুক পেইজ, ওয়েবসাইটে একযোগে মুক্তি পাবে।

সারাবাংলা/এজেডএস

বেহিসেবী মন সাইফ শুভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর