Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক আয়োজনের সভাপতি গেলেন অন্য অনুষ্ঠানে


৩ এপ্রিল ২০১৮ ১৭:৫৯

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

অনেক খুঁজেও পাওয়া যাচ্ছে না অনুষ্ঠানের সভাপতিকে। আমন্ত্রিতদের অনেকেই তাকাচ্ছেন এদিক-সেদিক। আর যারা আয়োজক তাদের তো আরও বেহাল দশা, অনুষ্ঠানে অনুপস্থিত সভাপতি।

সভাপতি সবারই চেনা। সৈয়দ হাসান ইমাম। দেশের সাংস্কৃতিক আন্দোলন ও ইতিহাসের গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব।

হ্যাঁ, তাকেই খোঁজা হলো সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত। নাহ, কোথাও নেই তিনি। হয়ত আসতে দেরী হচ্ছে, এই ভেবে অপেক্ষাও করছিলেন কেউ কেউ। এক সময় সভাপতি ছাড়াই শুরু হয় এফডিসি আয়োজিত জাতীয় চলচ্চিত্র দিবসের অনুষ্ঠান। যার প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী।

সকাল দশটার কিছু পরে ঘটলো উল্টো ঘটনা। এফডিসির অনুষ্ঠানে অনুপস্থিত সভাপতি সৈয়দ হাসান ইমামকে পাওয়া গেলো চলচ্চিত্র পরিবার আয়োজিত অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে বেশ ভালোভাবেই উদ্বোধকের দায়িত্ব পালন করছেন সৈয়দ হাসান ইমাম।

সরকারি আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি কেন অনুষ্ঠানে ছিলেন না, কেনো তিনি একই চত্বরের অন্য অনুষ্ঠানে গেলেন? এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. আমির হোসেনকে এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘সৈয়দ হাসান ইমাম সাহেবই আমাদের অনুষ্ঠানের সভাপতি ছিলেন। তিনি কেন অংশ নেননি সেটা বলতে পারছি না।’

এ ব্যাপারে সৈয়দ হাসান ইমাম কোনো কথা বলেননি।

সারাবাংলা/পিএ/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর