‘বাবা’ নিয়ে ফিরছেন লিমন চৌধুরী
২০ সেপ্টেম্বর ২০২১ ২১:০২
গান থেকে বেশ লম্বা একটি বিরতি নিয়েছিলেন সঙ্গীতশিল্পী লিমন চৌধুরী। তার কামব্যাক গানের শিরোনাম ‘বাবা’। বাবা গানের কথা লিখেছেন চলচ্চিত্র নির্মাতা শাহাদাত রাসএল।
শাহাদাত রাসএল এর সার্বিকভাবে তত্ত্বাবধানে এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন লিমন চৌধুরী নিজেই।
বাবা গানটি প্রসঙ্গে লিমন চৌধুরী বলেন, ‘আসলে গানটি যেহেতু বাবাকে নিয়ে করা তাই এই ধরনের গান অন্য যেকোনো গানের চেয়ে বেশি আমার অনুভূতিতে স্পর্শ করে। গানটি শাহাদাত রাসএল লিখেছেনও চমৎকার। আর আমিও ভীষণ যত্ন নিয়ে কাজটি করেছি। আশা করছি গানটি দর্শককে স্পর্শ করবে।’
গীতিকার শাহাদাত রাসএল বলেন, ‘লিমন চৌধুরী বেশ গুণী একজন শিল্পী। আমার এবং তার দুজনারই বাবা নেই। মূলত এই একটা দুঃখবোধ থেকেই আমরা ভাবছিলাম বাবাকে নিয়ে কিছু একটা কাজ করার। এই গানের ভেতর একটা শুণ্য শুণ্য অনুভূতির গল্প আছে। আশা করছি গানটা একটু হলেও দর্শককে তার বাবার মুখটা মনে করিয়ে দেবে।’
বাপ্পা মজুমদার, বালাম ও বনি আহমেদের সুর ও সংগীত পরিচালনায় তিনটি একক অ্যালবাম প্রকাশ পায় তার। তার জনপ্রিয় গান তোমার ছবি, মন খারাপ, বাধা, নির্ঝরের তানপুরা, ফাহমিদা নবীর সাথে ডুয়েট ‘একলা ঘরে মন’ শিরোনামের গানগুলো তাকে পরিচিত করে তোলে।
কিন্তু তারপরই সংগীত পরিচালনা নিয়ে ব্যাস্ত হয়ে যাওয়ায় গান গাওয়া থেকে কিছুটা দূরে সরে যান। এবার তিনি ফিরছেন এই গানের মাধ্যমে।
খুব শিগগিরই জনপ্রিয় একটি ইউটিউব প্লাটফর্মে মুক্তি পাবে ‘বাবা’ গানটি।
সারাবাংলা/এজেডএস