Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিক্ষোভ’ ছবিতে থাকছে না সানি লিওনির গানটি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবির আইটেম গানে অংশ নিয়েছিলেন বলিউড সুপারস্টার সানি লিওনি। মুম্বাই গিয়ে গানটির শুটিং করেছিলেন পরিচালক। কিন্তু অনুমতি জনিত জটিলতার কারণে আপাতত ছবিতে গানটি রাখতে পারছেন না পরিচালক।

জানা গেছে, গত সপ্তাহে ‘বিক্ষোভ’ সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সেখানে গানটি ছাড়ায় ছবি জমা দেওয়া হয়।

বিষয়টি নিয়ে পরিচালক রনি বলেন, ‘আমরা এমন সময়ে সানি লিওনির শিডিউল পেয়েছিলাম তখন সরকারি অনুমতি নেওয়ার সময় হয়নি। তখন এমন অবস্থা হয়েছিল শুটিং নির্ধারিত সময়ে না করলে রাহুল দেবকেও পাওয়া যাবে না। ভেবেছিলাম বাংলাদেশে ফিরে অনুমতি নিব। পরে তা সম্ভব হয়নি। তাই সরকারের নিয়ম মেনে সানি লিওনির অংশটি বাদ দিয়েছি।’

বিজ্ঞাপন

তবে গানটি এ সিনেমায় না রাখা হলেও রনির পরিচালনায় অঙ্কুশ অভিনীত একটি ছবিতে রাখা হচ্ছে বলে জানিয়েছেন।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। তার সঙ্গে রয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী।

সারাবাংলা/এজেডএস

বিক্ষোভ শামীম আহমেদ রনি সানি লিওনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর