Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিন্দু-মুসলিমের প্রেমের গল্প ‘নরসুন্দরী’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২১ ২০:১৪

মাটির চুলায় রান্না করছেন চিত্রনায়ক সাইমন। ধোঁয়ায় চোখ খোলা রাখা দায়। পরনে লুঙ্গি। গায়ে ময়লা শার্ট। মাথার চুল ঘাড় পর্যন্ত লম্বা, এলোমেলো। এরকম কিছু ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। জানা গেল, ছবিগুলো শামীম আহমেদ রনি পরিচালিত ‘নরসুন্দরী’ ছবির। যার গল্প এগিয়েছে হিন্দু মুসলিমের প্রেমের চিরায়িত দ্বন্দ্ব নিয়ে।

সাইমন জানান, ছবিতে তার অভিনীত চরিত্রের নাম হাকিম। পেশায় একজন মাঝি। মা-বাবা হারা হাকিম একা বাড়িতে থাকে। নিজের রান্না নিজে করে খায়। ধান-চালের বিনিময়ে এলাকার মানুষদের নদী পারাপার করে জীবিকা নির্বাহ করে। তার সঙ্গে সম্পর্ক হয় আরেক দরিদ্র ঘরের মেয়ে মাহির সঙ্গে। ছবিতে তার নাম আরতি। যেহেতু মাহি হিন্দু তাই সাইমনের সঙ্গে প্রেম নিয়ে শুরু হয় নানা সমস্যা।

বিজ্ঞাপন

বর্তমানে শুটিং চলছে গাজীপুরে। এ লটে শুটিং চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৪ থেকে ৫ দিনের গ্যাপ দিয়ে পুনরায় শুটিং শুরু হবে।

ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

সারাবাংলা/এজেডএস

নরসুন্দরী মাহি সাইমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর