Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৬ সিনেমা হলে ‘চোখ’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৮

আসিফ ইকবাল জুয়েল নির্মাণ করেছেন ‘চোখ’। ছবিটি মুক্তি পাচ্ছে ১ অক্টোবর। বুবলি, রোশান ও নীরব অভিনীত ছবিটির ঢাকাসহ সারাদেশের ৩৬টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

যে সকল সিনেমা হলে মুক্তি পাচ্ছে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা, ঢাকা), ব্লকবাস্টারস সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী (ঢাকা), সেনা (ঢাকা), আনন্দ (ফার্মগেট), গীত (ধোলাইপার, ঢাকা), বিজিবি (পিলখানা, ঢাকা), চিত্রামহল (ইংলিশ রোড, ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), চাঁদমহল (কাঁচপুর), নিউ মেট্রো (নারায়নগঞ্জ), পান্না (মুক্তারপুর), বর্ষা (জয়দেবপুর), সেনা (নবীনগর, সাভার), চন্দ্রিমা (শ্রীপুর), ঝংকার (পাঁচদোনা), নবীন (মানিকগঞ্জ), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), নন্দিতা (সিলেট), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্দা (চট্টগ্রাম), মনিহার (যশোর), পূরবী (ময়মনসিংহ), মর্ডান (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), সংগীতা (খুলনা), লির্বাটি (খুলনা), মালঞ্চ (টাংগাইল), সত্যবর্তী (শেরপুর), চলন্তিকা (গোপালদী), পূর্বাশা (সান্তাহার), মাধবী (মধুপুর), রুনা (চালাকচর), রাজিয়া (নাগরপুর), মোহন (হবিগঞ্জ)।

বিজ্ঞাপন

ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এর চিত্রনাট্য করেছেন অনামিকা মন্ডল।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর