Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাই যেতে পারলেন না নিরব

আহমেদ জামান শিমুল
১ অক্টোবর ২০২১ ১৭:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৮ সেপ্টেম্বর মধ্য প্রাচ্যের দেশ আরব আমিরাতের দুবাই শহরে যাওয়ার কথা ছিল চিত্রনায়ক নিরবের। কিন্তু তিনি করোনাভাইরাস পরীক্ষা জনিত কারণে যেতে পারেননি বলে জানিয়েছেন সারাবাংলাকে।

আরব আমিরাত সরকারের বেধে দেওয়া নিয়ম অনুযায়ী, বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের বিমান বন্দরে করোনা পরীক্ষা করিয়ে তারপর ফ্লাইটে উঠতে হবে। সে নিয়ম অনুযায়ী ২৯ সেপ্টেম্বর থেকে বিমান বন্দরে ছয়টি আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে।

নিরব বলেন, আসলে আমার ফ্লাইট ছিল ২৮ সেপ্টেম্বর, আর ল্যাব চালু হলো ২৯ সেপ্টেম্বর। ফলে দুবাই সফর পেছাতে হয়েছে। ওখানে ১৫ থেকে ২০ দিনের মত থাকার কথা ছিল। এ কদিনে মোট ১০ পর্ব রেকর্ড হওয়ার কথা ছিল

বিজ্ঞাপন

টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার হয়ে ট্রাভেল শো ‘প্রবাসে বাংলাদেশ’ উপস্থাপনা করেন নিরব। মূলত শোটির রেকর্ডিংয়ের কাজে দুবাই যাওয়ার কথা ছিল তার। তবে এ সফর ১৮ নভেম্বর পেছানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে নিরব অভিনীত ছবি ‘চোখ’। এতে তার বিপরীতে আছেন বুবলি। আরও আছেন রোশান। ছবিটি পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল। প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

তিনি সম্প্রতি কাজ শেষ করেছেন ‘অমানুষ’, ‘ফিরে দেখা’ ও ‘কসাই’ ছবিগুলোর।

সারাবাংলা/এজেডএস

দুবাই নিরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর