Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুরাদ নূরের সুরে সালমার কণ্ঠে ‘শর্ত’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২১ ২০:২৫

জনপ্রিয় কণ্ঠ শিল্পী সালমা। অনেক জনপ্রিয় মৌলিক গানের এই শিল্পী সম্প্রতি এনামুল কবির সুজনের কথায় মুরাদ নূরের সুরে ‘শর্ত’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন। মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে রুপকথা মিউজিকের ব্যনারে লংপ্লে রেকর্ডিং স্টুডিওতে কণ্ঠধারণ সম্পন্ন হয়।

‘শর্ত’ প্রসঙ্গে সালমা বলেন, সুজন ভাই ও মুরাদ ভাই দুজনের সাথেই আমার প্রথম কাজ। চমৎকার কথা সুরের সমন্বয়ে গানটি আমার ভীষণ মনে ধরেছে। মুরাদ নূর ভাই গানটি শোনালে আত্মিক কারনেই গুরুত্বসহ গানটি করা। শিগগিরই মিউজিক ভিডিও আকারে শর্ত প্রকাশ পাবে।

বিজ্ঞাপন

মুরাদ নূর বলেন, সালমা আমাদের লোকজ ঐতিহ্য সঠিক ভাবে বিশ্বে উপস্থাপন করছে। আমি তার শিল্পীসত্তার ভক্ত। আমার আশানুরূপ আস্থায় সালমা কণ্ঠে পূর্ণতা দিয়েছে। আমার অন্যান্য সৃষ্টির মতো শর্ত গানটিও যত্ন নিয়ে করছি। আশা করছি অনেকেরই ভালো লাগবে।

এনামুল কবির সুজন বলেন, আমার কথায় সালমার এটাই প্রথম কাজ। মুরাদ নূরের সাথেও এটা প্রথম প্রকাশিত কাজ। সে অসাধারণ সুর করেছে। সালমাও তার স্বভাবসুলভ গায়কী দিয়ে গানটি সম্পন্ন করেছে। আশা নয় বিশ্বাস করি ‘শর্ত’ সবার ভালো লাগবে।

রুপকথা মিউজিকের ব্যানারে ‘শর্ত’ গানটি মিউজিক ভিডিও আকারে ডিজিটাল সকল প্লাটফর্মে প্রকাশিত হবে।

সারাবাংলা/এজেডএস

মুরাদ নূর শর্ত সালমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর