Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শানের গানে লায়নিক মিউজিকের যাত্রা শুরু

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২১ ১৬:৪৯

প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া এতোদিন একই চ্যানেলে গান ও ফিকশন প্রকাশ করে আসছে। এবার শুধুমাত্র গানের জন্য নতুন ইউটিউব চ্যানেল খুললো লায়নিক মাল্টিমিডিয়া। কণ্ঠশিল্পী শান শাইকের নতুন মিউজিক ভিডিও ‘মাতাল’ এর মাধ্যমে লায়নিক মিউজিক আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।

গানটির কথা লিখেছেন রকিব হোসেন, সুর ও সংগীত কণ্ঠশিল্পী শানের। নতুন এই গান প্রসঙ্গে ‘কন্যা রে’খ্যাত শিল্পী শান বলেন, ‘গানটি একটু অন্যরম। আমি সাধারণত যে ধরনের গান করি, তার থেকে একেবারেই আলাদা। ভীষণ ভালো লাগছে এই গান দিয়ে লায়নিক মিউজিকের যাত্রা শুরু হচ্ছে। বছর তিনেক আগে আমার আরেকটি গান দিয়েই লায়নিক মাল্টিমিডিয়ার যাত্রা শুরু হয়েছিল।’

বিজ্ঞাপন

রিফাত ও একান্ত তাসনিমের মডেলিংয়ে ভিডিওটি পরিচালনা করেছেন আদিত্য রুপু। লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিতব্য গানগুলো এখন থেকে লায়নিক মিউজিকের ব্যানারে পাওয়া যাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এজেডএস

লায়নিক মিউজিক শান

বিজ্ঞাপন

নতুন স্বাদে কাঁচা কাঁঠাল
১৯ এপ্রিল ২০২৫ ১৬:৫৭

আরো

সম্পর্কিত খবর