Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ুষ্মান খুরানা এবার ‘অ্যাকশন হিরো’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ অক্টোবর ২০২১ ১৩:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময়টা ভালোই যাচ্ছে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার। গল্পনির্ভর অল্প বাজেটের ছবিকে ব্যবসাসফল করতে আয়ুষ্মানের জুড়ি নেই। এবার তিনি ‘অ্যাকশন হিরো’। আগামী বছরই আসছে আয়ুষ্মান খুরানার নতুন এই ছবি। ইতিমধ্যে নতুন ছবির ঘোষাণা সেরেছেন অভিনেতা। আনন্দ এল রাই ও ভূষণ কুমারের যুগলবন্দিতে এই ছবি আসছে ২০২২-এ। ছবি পরিচালনায় অনিরুদ্ধ আইয়ার। প্রযোজনায় টি-সিরিজের ভূষণ কুমার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবির টিজার প্রকাশ করে তাতে অভিনেতা লিখেছেন, তার একটাই সমস্যা, তিনি লড়াই করার অভিনয় করতে পারেন কিন্তু বাস্তবে লড়াই করতে পারেন না। তিনি বলেছেন, ‘এই ব্যাপারটারই সমস্যার। আমি লড়াইয়ের অভিনয় ভালো পারি, কিন্তু লড়াই করতে পারি না। আরও একবার ছকভাঙা গল্প বলব আমরা। ফের একবার আনন্দ এল রাই ও ভূষণ কুমারের সঙ্গে কাজ করতে চলেছি। অ্যাকশন হিরো খুবই স্পেশ্যাল একটি প্রজেক্ট! ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ আইয়ার।’

বিজ্ঞাপন

ভারত এবং যুক্তরাজ্যে হবে ছবির শুটিং। অভিনেতা জানিয়েছেন, তৃতীয়বারের মতো আনন্দ এল রাইয়ের সঙ্গে জোট বেঁধে ছবি করতে পেরে উচ্ছ্বসিত তিনি। এর আগে ‘শুভ মঙ্গল সাবধান’ ফ্যাঞ্চাইজির দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন আয়ুষ্মান ও আনন্দ। চিরাচরিত ছকের একটু বাইরে গিয়েই আসছে আয়ুষ্মানের নতুন ছবি ‘অ্যাকশন হিরো’।

সারাবাংলা/এএসজি

অ্যাকশন হিরো আয়ুষ্মান খুরানা আয়ুষ্মান খুরানা এবার ‘অ্যাকশন হিরো’ বলিউড অভিনেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর