Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজায় বিশেষ নাটক ‘চারুকাব্য’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ অক্টোবর ২০২১ ১৮:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হলো এক খণ্ডের বিশেষ নাটক ‘চারুকাব্য’। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও খায়রুল বাশার। প্রচারিত হবে শুক্রবার (১৫ অক্টোবর) রাত ৮টায় আরটিভিতে।

‘চারুকাব্য’ নাটকের গল্পে দেখা যাবে, একদিন পরেই চারু আর মিহিরের আশীর্বাদ। এই উপলক্ষেই মিহিরের মামাত ভাই কাব্য, মা বাবাসহ কানাডা থেকে আসে। বিয়েতে দেরী করতে চায় না দুই পরিবারের কেউই। পূজার পরপরই বিয়ের দিন ঠিক হয়। দুই সপ্তাহ পর বিয়ের তারিখ ঠিক হয়।

এদিকে বিয়ের নানা কারনেই চারু আর কাব্যর বেশ কয়েকবার দেখা হয়। কাব্য কোনভাবেই কুল কিনারা করতে পারে না এত বিপরীত দুইটা মানুষ বিয়ে কেন করতে যাচ্ছে। রাতে কাব্য স্বপ্ন দেখে ওর সাথে বিয়ে হচ্ছে চারুর ।

বিজ্ঞাপন

এর মাঝেই একদিন রাতে চারুর সাথে দেখা করতে কাব্যর সাথে বাইকে করে বের হয় মিহির। একটা এক্সিডেন্টে ঘটনাস্থলেই মারা যায় মিহির। প্রচণ্ড আহত হয় কাব্য।

চারুর বাসার সবাই ভেঙ্গে পরে। একদম চুপ চাপ হয়ে যায় চারু। কিছুটা স্বাভাবিক হবার পর কাব্য দেখা করতে চায়। কিন্তু চারু আর কারো সাথে কথা বলতে চায় না। কাব্য ওর বাসায় জানায় ও চারুকে বিয়ে করতে চায়। ওদের বাসা থেকে প্রপোজাল যায়। চারুর বাসায় সবাই খুশি হলেও চারু ভাবতে থাকে ও অপয়া। ও আর কোন ভাবেই বিয়ে করতে চায় না। কাব্যকে নিয়ে অনেক ভাবে চারু। বাসার সবার চাপেও চারু ঠিক করে ও বিয়ে করবে। ও কাব্যর সাথে দেখা করতে চায়। কিন্তু জানতে পারে বার বার রিফিউজড হয়ে বিজয়ার পরদিনই ও চলে যাবে…

সারাবাংলা/এএসজি

আরটিভি খায়রুল বাশার চারুকাব্য দুর্গাপূজায় বিশেষ নাটক ‘চারুকাব্য’ প্রীতি দত্ত সাফা কবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর