প্রায়ই মুক্তিযুদ্ধের গান গুনগুন করি
১৩ ডিসেম্বর ২০১৭ ১৯:২৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭ ১৯:২৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
রেজওয়ানা চৌধুরী বন্যা দেশের প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী। বাংলা গানের শ্রোতাদের কাছে তিনি ব্যাপকভাবে সমাদৃত। নির্ভুল উচ্চারণ এবং সবচেয়ে কঠিন ও অপ্রচলিত গানগুলোও গাওয়ার কারণে বন্যাকে বিশ্বভারতী ধারার একজন গুরু হিসাবে বিবেচনা করা হয়।
শিল্পী হিসেবে রবীন্দ্রনাথের গান করলেও সব ধরণের গানই শোনা হয় তার। এরমধ্যে মুক্তিযুদ্ধের সময়কার দেশের গানও নিয়মিত শোনেন বন্যা। সারাবাংলাকে তিনি বলেন, ‘প্রায়ই মুক্তিযুদ্ধের গান গুনগুন করি। ইদানিং ‘সব কটা জানালা খুলে দাও না’ গানটা বেশি গাওয়া হয়। গানটা শোনাও হয় বেশী।’
একাত্তরের স্মৃতি প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সারাদিন দেশের গান শুনতাম। তীর হারা এই ঢেউ এর সাগর পাড়ি দিবো রে- গানটা বেশি ভালো লাগতো। এই গানগুলো কখনো স্টেজে গাওয়া হয়নি। তবে গানগুলোর প্রতি রয়েছে আমার অগাধ প্রেম।
সারাবাংলা/টিএস/পিএম