Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোয়েলের জীবনে অনেক বড় প্রেরণা চন্দ্রাবতী

আহমেদ জামান শিমুল
১৫ অক্টোবর ২০২১ ১৭:৪৯

এন রাশেদ চৌধুরী পরিচালিত ‘চন্দ্রাবতী কথা’ মুক্তি পেয়েছে শুক্রবার (১৫ অক্টোবর)। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন দোয়েল ম্যাশ। ঐতিহাসিক গল্পের ছবিটিতে অভিনয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে জানালেন, চন্দ্রাবতী তার ব্যক্তিজীবনেরও অনেক বড় অনুপ্রেরণা।

চন্দ্রাবতী শুধু বাংলা সাহিত্যের প্রথম মাহিলা কবি ছিলেন তা না। তিনি একজন প্রতিবাদী নারী হিসেবেও ইতিহাসে সমাদৃত। নারী জাগরণ ও সমাজের নানা অন্যায়ের বিরুদ্ধে তার বিরাট ভূমিকা রয়েছে।

‘যখন শুটিং করেছি সত্যি কথা বলতে আমি ওনার সম্পর্কে খুব একটা জানতাম না। আমার টিম শুটিং শুরুর পাঁচ-ছয় বছর আগে থেকেই তার সম্পর্কে গবেষণা করেছে। তাদের কাছ থেকে একটু একটু করে শুনেই শুটিং শেষ করেছি। এখন যখন তার সম্পর্কে জেনেছি, তখন শ্রদ্ধা ও ভালোবাসায় অদ্ভূত অনুভূতি কাজ করে। তিনি এখন আমার ব্যক্তি জীবনেও অনেক বড় অনুপ্রেরণা,’— বলেন দোয়েল।

২০১৫ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে ‘চন্দ্রাবতীর কথা’ ছবির শুটিং শুরু হয়। তারও চার থেকে পাঁচ মাস আগে এ ছবির সঙ্গে যুক্ত হন দোয়েল। তিনি বলেন, ‘আমি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’র শুটিং শেষ করেছি মাত্র। তখনই এন রাশেদ চৌধুরী আমাকে অডিশনের জন্য ডাকেন। কয়েকবার অডিশন দিই। এক পর্যায়ে গিয়ে তারা আমাকে নির্বাচন করে।’

চন্দ্রাবতী জন্ম ছিলেন চারশ বছর আগে। ওই সময়ের কোনো কিছুই এখন খুঁজে পাওয়া সহজ নয়। এক ধরনের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। সে চ্যালেঞ্জ সামলানো নিয়ে বলেন, ‘আমি আসলে যখন ছবিটা করবো বলে সিদ্ধান্ত নিই তখন কিন্তু চ্যালেঞ্জ নিয়েছিলাম আমাকে কাজটা পারতে হবে। আর কোনো কাজ আমি না পারলে তা করি না।’

কিশোরগঞ্জে জন্ম চন্দ্রাবতীর। আবার তিনি কবি ছিলেন। তবে তার সংলাপে কাব্যিক ভাষা ব্যবহার না করে স্থানীয় ভাষা ব্যবহার করা হয়েছে। এ ভাষা রপ্ত করার জন্য তাকে সহায়তা করেছে শুটিং শুরুর আগে হওয়া রিহার্সেল। সঙ্গে তার নিজের প্রচেষ্টাও ছিল।

শুটিং শুরুর প্রায় পাঁচ বছর পর ছবিটি মুক্তি পাচ্ছে। এ নিয়েও কোন দুঃখবোধ নেই দোয়েলের। ‘যার যখন সময় হবে তখন আসবে। আমাদের ছবিটিও মনে করি সময়মত আসছে।’

দোয়েল ম্যাশ অভিনীত ‘ক্যাসিনো’ ছবিটি খুব শিগগিরই মুক্তি পাবে। কাজ করেছেন ওয়েব সিরিজেও। সব মিলিয়ে তার অভিনীত ছবির সংখ্যা খুব কমই। এ নিয়ে দোয়েল বলেন, ‘এটা যে পরিকল্পনা করে করেছি ব্যাপারটা তা না। আর ধীরে ধীরে আগানো ভালো মনে করি।’

সারাবাংলা/এজেডএস

চন্দ্রাবতী কথা দোয়েল ম্যাশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর