চলে গেলেন নির্মাতা-অভিনেতা কায়েস চৌধুরী
২১ অক্টোবর ২০২১ ২২:৩১
বর্ষীয়ান নির্মাতা-অভিনেতা কায়েস চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটা দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ও ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।
তারা জানান, কায়েস চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জনিত জটিলতায় ভুগছিলেন। এর জন্য নিয়মিত ডায়ালাইসিস করাতে হত। তারই অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার ইবনে সিনায় যান।
এদিকে তার পরিবারের এক সদস্য সারাবাংলাকে জানিয়েছেন, এ মুহূর্তে তার লাশ বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। তাকে কোথায় দাফন করা হবে এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
কামরুজ্জামান সাগর জানিয়েছেন, শুক্রবার (২২ অক্টোবর) বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে কায়েস চৌধুরী স্ত্রী ও তিন কন্যা রেখে গিয়েছেন। তিনি নির্মাতা হিসেবে নির্মাণ করেছেন অসংখ্য জনপ্রিয় নাটক। তার বিখ্যাত নির্মাণ বিটিভির জন্য ধারাবাহিক ‘না’। তবে তাকে বেশি দেখা গিয়েছে অভিনেতা হিসেবে। সবশেষ দেখা গিয়েছে রাশিদ পলাশ পরিচালিত ‘পদ্মাপুরাণ’ ছবিতে। তার লেখা অসংখ্য জনপ্রিয় নাটকও রয়েছে।
সারাবাংলা/এজেডএস