Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিন খানের ছোট বোন মম


৬ এপ্রিল ২০১৮ ১৪:৩৪ | আপডেট: ৬ এপ্রিল ২০১৮ ১৪:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

অভিনয় জীবনে চলচ্চিত্র থেকে শুরু করে অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন আমিন খান। অভিনয় করেছেন বিজ্ঞাপনেও। তবে কোন গানের ভিডিওতে এই প্রথম পারফর্ম করলেন তিনি। শিশুশিল্পী আতিকা রহমান মম ও লাভলুর গাওয়া ডুয়েট একটি গানে তাকে মম’র বড় ভাইয়ের চরিত্রে দেখা যাবে তাকে।

‘আমার একটাই বোন’ শিরোনামের এই গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী হোসেন। আর গানটির কোরিওগ্রাফি ও ভিডিও নির্মাণ করেছেন মাসুম বাবুল। ভিডিওতে আমিনের বোনের চরিত্রে অভিনয় করেছেন মম নিজেই।

চিত্রনায়ক আমিন খান বলেন, ‘চলচ্চিত্র ও নাটকে নিয়মিত অভিনয় করলেও কোন মিউজিক ভিডিওতে এর আগে কাজ করা হয়নি। সেই হিসেবে এটাই আমার প্রথম কোন মিউজিক ভিডিও। মম অনেক ভালো গান করে। মূলত তাকে উৎসাহিত করার জন্যই এ কাজটি করলাম। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে নতুনদেরকে কাজে এভাবে উৎসাহিত করি তবে তারা অনেক ভালো কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস।’

বিজ্ঞাপন

সম্প্রতি ইউটিউবে বাজনাবিডির নিজস্ব চ্যানেলে ‘আমার একটাই বোন’ গানটির ভিডিও প্রকাশিত হয়েছে।

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর