Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীমণিকে নিয়ে ভিউ কার্ড প্রকাশ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২১ ১৩:৩১

একটা সময় ছিল যখন চলচ্চিত্র তারকাদের ছবি, সিনেমার দৃশ্য দিয়ে ভিউ কার্ড প্রকাশ হতো। প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে না পারায় হারিয়ে গেছে ভিউ কার্ড প্রকাশের সংস্কৃতি।

তবে ভিউ কার্ড প্রেমীদের জন্য নতুন খবর দিলো টিম প্রীতিলতা। তারা জানিয়েছে অভিনেত্রী পরীমনির জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল ভিউ কার্ড প্রকাশ করেছে তারা। ২৩ অক্টোবর দিবাগত রাত ১২টা ১ মিনিটে এই ভিউ কার্ডটি প্রকাশ করা হয় টিম প্রীতিলতার ফেসবুক পেজে।

বিজ্ঞাপন

এর আগে ২০ জুলােই প্রকাশ করা হয়েছিল ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের টেস্ট লুক। যেখানে প্রীতিলতা রূপে হাজির হয়ে পরীমণি অবাক করে দিয়েছিলেন তার ভক্তদের।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’র শুটিং শুরু হয়েছে আগেই। করোনা পরিস্থিতির কারণে আপাত শুটিং বন্ধ থাকলেও শিগগিরই শুটিং শুরুর প্রস্তুতি চলছে।

চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে হবে ছবির শুটিং। ছবিতে পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ। নতুন আরও বেশকজন সুপরিচিত অভিনয়শিল্পী এবারের টিমে যুক্ত হবে বলেও জানান নির্মাতা।

ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প নিয়েই ছবিটি নির্মাণ হচ্ছে। ছবির জন্য গান করেছেন বাংলা ভাষার বিখ্যাত শিল্পী কবীর সুমন।

সারাবাংলা/এজেডএস

পরীমণি প্রীতিলতা ভিউ কার্ড

বিজ্ঞাপন

এবারের আইপিএলই ধোনির শেষ?
৭ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

আরো

সম্পর্কিত খবর