’রূপকথার জগতে’র পর ‘নিটোল প্রেমের গল্প’
২৪ অক্টোবর ২০২১ ১৪:১৭
‘বুকের বাঁ পাশে’ গান গেয়ে আলোচনায় এসেছিলেন মাহতিম সাকিব। অন্যদিকে ‘রূপকথার জগতে’ গানে প্রশংসা পাচ্ছেন অবন্তী সিঁথি। দুটি গানের পেছনে রয়েছেন তিনজন মানুষ। তারা হলেন গীতিকার সোমেশ্বর অলি, সুরকার-সংগীত পরিচালক সাজিদ সরকার ও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এই ত্রয়ীর সঙ্গে এবার যুক্ত হয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। গানের নাম ‘নিটোল প্রেমের গল্প’।
‘এই নিটোল প্রেমের গল্পে, ফুল ফোটে পাখি ওড়ে/ আমি তোমায় এতো ভালোবাসি, তবু মন ক্যামন করে’- সোমেশ্বর অলির লেখা এমন গানে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি ও মাহতিম সাকিব। সাজিদ সরকারের সুর-সংগীতের এই গান ব্যবহার করা হবে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত একটি ধারাবাহিক নাটকে। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে মোহাম্মদপুরের একটি স্টুডিওতে।
’রূপকথার জগতে’র রেশ কাটতে না কাটতেই আসছে ‘নিটোল প্রেমের গল্প’। এ প্রসঙ্গে সোমেশ্বর অলি বলেন, “খুব সহজ কথার গান এটি। সুরে ভালোলাগা, ভালোবাসার আবেদন, আকুলতা। প্রেমের গান হলেও ‘রূপকথার জগতে’র সঙ্গে এর খুব বেশি মিল নেই। তবে একই রকম শ্রোতাদের কাছে এটিও ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।”
সারাবাংলা/এজেডএস
অবন্তী সিঁথি নিটোল প্রেমের গল্প মাহতিম সাকিব সাজিদ সরকার সোমেশ্বর অলি