Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২১ ১৬:৪৬

টেলিভিশন নাটক ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গিয়েছেন। রবিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি নিশ্চিত করেছেন তার ভাই অভিনেতা ম. হামিদ।

বর্ষীয়ান এ অভিনেতা গত গত ১ সেপ্টেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিউইতে ছিলেন।

কিছু দিন আগে মাহমুদ সাজ্জাদের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। নতুন কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন চিকিৎসকরা। শেষের দিকে কিছুই খেতে পারতেন না। নল দিয়ে খাওয়ানো হত তাকে।

মাহমুদ সাজ্জাদকে করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়। শুরু থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। করোনা নেগেটিভ আসার পর থেকে শারীরিক জটিলতা দেখা দেয়। করোনা পরবর্তী জটিলতায় তাকে আবারও আইসিইউতে নেওয়া হয়। তখন থেক সেখানে ৫৪ দিন আইসিউইতে ছিলেন এই অভিনেতা।

মাহমুদ সাজ্জাদ প্রথম অভিনয় করেন জহির রায়হান পরিচালিত ‘সংসার’ সিনেমায়। এরপর খান আতাউর রহমান পরিচালিত ঝড়ের পাখি, আপন পর, আজিজ আজহারের চোখের জলেসহ আরও কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

বিটিভির সাড়া জাগানো নাটক সকাল-সন্ধ্যা তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক।

৭৩ বছর বয়সী মাহমুদ সাজ্জাদ নাট্যচক্র নাট্যদলের সঙ্গে জড়িত আছেন বিশ্ববিদ্যালয় জীবন থেকে। এই দলের হয়ে অভিনয় করেছেন লেট দেয়ার বি লাইট, স্পার্টাকাস, জনকসহ অনেক নাটকে।

সারাবাংলা/এজেডএস

করোনা মাহমুদ সাজ্জাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর