Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার শিল্পকলায় দেওয়ান সংগীতের ৫০ তম আসর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ অক্টোবর ২০২১ ১৮:০৭

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দরবার-এ-খালেক দেওয়ান’ আয়োজিত দেওয়ান সংগীতের ৫০ তম আসর। ২৫ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৭টায় এই আয়োজনে বাংলাদেশের স্বনামধন্য দেওয়ান ঘরানার শিল্পীকূল সংগীত পরিবেশন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লোকসংগীত শিল্পী কিরণ চন্দ্র রায়, শাস্ত্রীয় সংগীত শিল্পী ও গবেষক ডঃ রেজোয়ান আলী, বাংলা একাডেমির ফোকলোর উপবিভাগের সহপরিচালক ডঃ সাইমন জাকারিয়া।

বিজ্ঞাপন

এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন আরিফ দেওয়ান, কাজল দেওয়ান, পাগল মনির দেওয়ান, আক্কাস দেওয়ান, আব্দুল হাই দেওয়ান, উজ্জ্বল দেওয়ান, নয়ন দেওয়ান, বাবলী দেওয়ান, রবি দেওয়ান, রোজিনা দেওয়ান, ঝুলন দেওয়ান, পাগল জাকির, স্বপ্না ও শুভ দেওয়ান এবং দেওয়ান ঘরানার বিভিন্ন শিল্পীরা। যন্ত্রশিল্পী হিসেবে থাকবেন হারমোনিয়ামে- কামাল, বাঁশী- ইস্রাফিল, ঢোল- আক্তার, মন্দিরা- রিপন, দোতারা- লোকমান, প্যাড- মাইন, ট্রামপ্যাড- কাবিল, খমক- খায়রুল।

সারাবাংলা/এসবিডিই

দেওয়ান সংগীত বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্পকলায় দেওয়ান সংগীতের ৫০ তম আসর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর