Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে পুরস্কৃত ‘অন্তরা’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২১ ১৩:২৩

ফরিদ আহমদ পরিচালিত প্রামাণ্যচিত্র ‘অন্তরা’ ইউনিসেফ ইনোসেন্টি ফিল্ম ফেস্টিভ্যালে (ইউআইএফএফ) ‘সেরা চলচ্চিত্র, মহামারিতে শৈশব’ বিভাগে পুরস্কার জিতেছে। ইতালির ফ্লোরেন্সে ২১ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠিত এই উৎসবে ২৯টি দেশের ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

অন্তরাতে পরিচালক ঘনবসতিপূর্ণ এলাকায় বাস করা এক শিশুর দৃষ্টিকোণ থেকে লকডাউনের গল্প বলেছে। নিপুণভাবে একটি শিশুর বন্দীদশার অভিজ্ঞতা তুলে ধরার কারণে জুরি এই চলচ্চিত্রটিকে পুরস্কারের জন্য বেছে নেয় বলে ইউনিসেফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞাপন

পরিচালক ফরিদ আহমদ বলেন,’করোনাকালীন হঠাৎ ঘরবন্দী হওয়ার বাস্তবতা শিশুর মনোজগতকে আক্রান্ত করেছে, একধরণের বিচ্ছিন্নতাবোধও তৈরি করেছে শিশুর মধ্যে। এমনকি শিশুর স্বপ্নকেও প্রভাবিত করেছে। টুকরো টুকরো এই অভিজ্ঞতাগুলো ধরে রাখতে গিয়ে তৈরি হয়েছে এই চলচ্চিত্র।’

শিশুদের নিয়ে চলচ্চিত্র নির্মাণে স্বীকৃতি দিতে এবং বিশ্বজুড়ে শৈশবের অভিজ্ঞতা অনুসন্ধানে উৎসাহ যোগাতে ইউআইএফএফ ‘আইরিস’ পুরস্কার চালু করে। এর দ্বিতীয় সংস্করণে ১১৪টি দেশ থেকে বিবেচনার জন্য মোট ১৭০০টি চলচ্চিত্র জমা পড়ে।

সারাবাংলা/এজেডএস

অন্তরা ইউনিসেফ ইনোসেন্টি ফিল্ম ফেস্টিভ্যালে ইতালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর