Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহীনের চ্যানেলে তার গানের নতুন মাইলফলক

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২১ ১৫:০২

‘আমার জনম গেলো ভুলে ভুলে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগীতা থেকে উঠে আসা শিল্পী শাহীন খান। সে গানটি ব্যবহৃত হয় ২০১৮ সালের নাটক ‘বিশু পাগলা গাছের আগায়’। গানটি ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রায় ২ কোটি ভিউ হয়েছে। সম্প্রতি গানটি শিল্পীর নিজের চ্যানেলে ১০ লাখ ভিউ হয়েছে।

শাহীন সারাবাংলাকে বলেন, ‘গানটি বিভিন্ন চ্যানেলে অনেকেই আপলোড করেছে। সেখানে গানটি কোটি কোটি ভিউ থাকলেও আমার নিজের চ্যানেলে সম্প্রতি ১০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। এটা আমার জন্য বেশ আনন্দের। আমি দর্শক-শ্রোতাদের কাছে কৃতজ্ঞ।’

বিজ্ঞাপন

গানটির কথা ও সুর করেছেন এন আই শুভ। সঙ্গীতায়োজন করেছেন সচি শামস।

শাহীন নিয়মিত গান গাওয়ার পাশাপাশি আনসারে চাকরি করেন। তিনি জানান, আনসারের হয়ে সামনের মাসে সারাদেশে এক সংস্কৃতি ভ্রমণে বের হবেন। দেশের বিভিন্ন জেলায় বাহিনীটির হয়ে গান গাইবেন তিনি।

শাহীন খানের গাওয়া ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিস্তিমাত’ ছবির ‘শুধু একবার বলো’ শিরোনামের গানটি বেশ প্রশংসিত হয়। তিনি দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো, তুমি নেই’ ছবির দুটি গানেও কণ্ঠে দিয়েছেন।

সারাবাংলা/এজেডএস

আমার জনম গেলো ভুলে ভুলে শাহীন খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর