Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগার থেকে বাড়ি ফিরলেন শাহরুখপুত্র আরিয়ান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ অক্টোবর ২০২১ ১৩:৫১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৩:৫৩

মাদক মামলায় টানা ২৮ দিন জেলবন্দি থাকার পর অবশেষে বাড়ি ফিরেছেন বলিউড বাদশা শাহরুখপুত্র আরিয়ান খান। শনিবার (৩০ অক্টোবর) সকালেই মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে বেরিয়ে এলেন আরিয়ান। তবে তাকে আদালতের ১৪ দফা শর্ত মেনে চলতে হবে।

গত ৩ অক্টোবর মুম্বাইয়ের কর্ডেলিয়া ক্রুজ থেকে আরিয়ান-সহ কয়েকজনকে গ্রেপ্তার করেন ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ‘নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’-এর কর্মকর্তারা। দীর্ঘ চেষ্টার পর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মাদক মামলায় মুম্বাই হাইকোর্ট আরিয়ান খানের জামিন মঞ্জুর করেছিল। কিন্তু আদালতের রায়ের কপি জেল কর্তৃপক্ষের হাতে এসে না পৌঁছনোয় শুক্রবারও আরিয়ানকে আর্থার রোডের জেলেই রাত কাটাতে হয়েছে। শুক্রবার তার জামিনের কপিতে সই করেন শাহরুখের দীর্ঘদিনের বন্ধু তথা অভিনেত্রী জুহি চাওলা। ১ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে আরিয়ানকে জামিন দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, শনিবার (৩০ অক্টোবর) আরিয়ানকে কারামুক্ত করতে ভোর থেকেই আর্থার রোড জেলে তৎপরতা শুরু হয়ে গিয়েছিল। ভোরবেলাতেই জেলকর্মীরা বেলবক্স খুলে সমস্ত কাগজপত্র তৈরি রেখেছিলেন। এরপর সকাল ১১টা নাগাদ জেল আধিকারিকদের উপস্থিতিতে সমস্ত প্রক্রিয়া মিটিয়ে তবে ছাড়া পান আরিয়ান। এদিকে, মন্নতেও সকাল থেকে ছেলেকে ফেরানোর তোড়জোড় শুরু হয়। ৩টি এসইউভি পাঠানো হয় আর্থার রোড জেলে। শাহরুখ নিজেও যান ছেলেকে আনতে। সাদা রেঞ্জ রোভার গাড়িতে ছেলেকে পাশে বসিয়ে জেল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন বাদশা। আরিয়ানের সঙ্গেই এদিন বাড়ি ফেরেন মাদক কাণ্ডে গ্রেফতার হওয়া আরও ২ জন– মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

২৮ দিন কারাবাস কাটিয়ে বাড়ি ফিরলেন শাহরুখপুত্র আরিয়ান আটক শাহরুখপুত্র আরিয়ান

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর