Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে জুয়েল আইচ


১৩ ডিসেম্বর ২০১৭ ২১:০৫

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

জুয়েল আইচ, নাম শুনলেই এক জাদুশিল্পীর কথা মনে পরে সবার। যিনি শুধু দেশেই নন, আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতিমান। দেশের তুমুল সমাদ্রিত এই শিল্পী এবার ভিন্ন ভুমিকায়। তাকে দেখা গেল রাস্তায়। গাছ বাঁচানোর আন্দোলনে নেমেছেন তিনি।

রাজধানীর উত্তরার তিন নম্বর সেক্টরের সড়কদ্বীপের কিছু গাছ কাটতে চেয়েছিলো সিটি কর্পোরেশন। এই গাছগুলোর সঙ্গে জুয়েল আইচের রয়েছে গভীর সখ্যতা। সেই টান থেকেই প্রথম দিন কর্পোরেশনের কাঠুরিয়াদের নিজে বাঁধা দিয়েছেন। পরে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে করেছের মানববন্ধন।

সারাবাংলাকে জুয়েল আইচ বলেন, ‘রাস্তা সম্প্রসারণের নামে একশ তেতাল্লিশটি গাছ কাটতে চেয়েছিলো ওরা। আসলে গাছগুলো অনেক দামি, তাই ঠিকাদার নিজের স্বার্থে গাছগুলো কেটে ফেলতে চাইছেন। আমরা তাই সেদিন বাঁধা দিলাম। পরে এলাকার সবাইকে ডেকে রাস্তায় নামার কথা বললাম।’

জুয়েল আইচ আরো বলেন, ‘ঢাকা শহরকে প্রায় গাছশূন্য করে ফেলা হয়েছে। উত্তরাতেও একই অবস্থা। তাই তিন নম্বর কল্যাণ সমিতি এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সরকারি বন বিভাগের লিখিত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যারা গাছ হত্যা করছে তাদের বিচার দাবী করছি।’

সারাবাংলা/তুসা/পিএ

গাছ বাঁচাও আন্দোলন জুয়েল আইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর