পুলিশ হতে বিসিএস কোচিংয়ে ভর্তি হয়েছিলেন বাঁধন
২ নভেম্বর ২০২১ ১৯:২৯
ভারত থেকে দেশে ফিরেই গুলশান-১ এ ‘রেহানা মরিয়ম নূরের‘ কার্যালয়ে এক অনানুষ্ঠানিক আড্ডায় অভিনয়ে পথচলার গুরুত্বপূর্ণ সঙ্গী সংবাদকর্মীদের ডেকেছিলেন অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। অনাড়ম্বর অথচ আন্তরিক ওই আড্ডায় বাঁধনহারা বাঁধন জানালেন তিনিও এক সময় বিসিএসের জন্য কোচিংয়ে ভর্তি হয়েছিলেন।
পিছনের গল্পটা অনেকটা এরকম—২০০৫ এর দিকে ব্যক্তিজীবনে বেশ বড় ধরনের এক ঘটনার কারণে দুবার আত্মহত্যা করতে চেয়েছিলেন। তারপর ২০০৬ এ লাক্স সুন্দরী প্রতিযোগীতায় আসার পর তার জীবনে বড় পরিবর্তন এসেছে। এর জন্য প্রতিযোগীতার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও জানালেন।
২০১৪ এ ব্যক্তি জীবনে বড় একটা ঝড় বয়ে গিয়েছিল বাঁধনের। সে সময়ে তাকে বেশ কয়েকবার পুলিশ স্টেশনে যেতে হয়েছিল। কিছুটা তিক্ত অভিজ্ঞতাও হয়েছিল। তখন জেদ চেপেছিলো, ঠিক করেছিলেন পুলিশ হবেন বিসিএস দিয়ে। কোচিংয়েও ভর্তি হয়েছিলেন। কিন্তু যখন দেখলেন তার জীবনের ওই মুহূর্তে মেয়েকে নিয়ে বেঁচে থাকতে হলে তার কাজ করা ছাড়া কোন উপায় নেই। আর কাজ করলে বিসিএসের জন্য পড়া হবে না। তখন সরে আসলেন।
৪৩ তম বিসিএসের প্রিলিতে ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে প্রশ্ন আসা প্রসঙ্গে উপরের ঘটনা উল্লেখ করেন। একই সঙ্গে বলেন, অনেকে হয়তো বিষয়টা নিয়ে ট্রল করছে। কিন্তু তারা জানে না বিষয়টা আমার জন্য কত বড় গর্বের।
আমাদের দেশে মিডিয়া নিয়ে নানা সমালোচনা হয়। বলা হয়, এখানে কেউ কারো বন্ধু নয়। কিন্তু এ নিয়ে বাঁধনের সরাসরি উত্তর, ‘আমার মেয়ের রক্ত মাংস গড়ে উঠছে মিডিয়ার টাকায়।’
সারাবাংলা/এজেডএস