Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চয়নিকার ‘অহংকারী বউ’ মাহি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২১ ১৪:৪২

বেশ আগে ডিএ তায়েব ‘অহংকারী বউ’ নামে একটি ছবির ঘোষণা দিয়েছিলেন। সে ছবিতে পরিচালক ও নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন চয়নিকা চৌধুরী ও মাহিয়া মাহি।

ডিএ তায়েবের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে ছবিটি পরিচালনা করছেন চয়নিকা, এমনটাই জানালেন। তিনি বলেন, ওনার প্রতি আমার একটা দায় আছে, কৃতজ্ঞতাবোধ আছে। এর প্রতিদানে কাজ করা ছাড়া তো ওনার জন্য করার মতো কিছু নেই। উনি যখন আমাকে ছবিটির প্রস্তাব দিয়েছেন তখন সানন্দে গ্রহণ করেছি। চেষ্টা করবো ওনাকে নতুন একটা লুকে আনার।

বিজ্ঞাপন

চয়নিকা আরও জানান, এটি একটি রেডি প্রজেক্ট। গল্পটা যখন ওনাকে শোনানো হয়, তখনই মাথায় আসে এটায় মাহিকে মানাবে।

আগামী ১৭ ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে চয়নিকা জানান।

সারাবাংলা/এজেডএস

অহংকারী বউ চয়নিকা চৌধুরী মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর