যে সব সিনেমা হলে চলবে ‘রেহানা মরিয়ম নূর’
৫ নভেম্বর ২০২১ ২০:২২
প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ছবি হিসেবে অংশ নিয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ছবিটি আগামী ১২ নভেম্বর দেশের দর্শকরা দেখতে পাবে। মুক্তির দিন এক সঙ্গে ১২টি সিনেমা হলে মুক্তি পাবে। এর মধ্যে ১০টি হলের নাম প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা।
ছবিটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু সারাবাংলাকে বলেন, আমরা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া হলগুলোর নাম প্রকাশ করেছি। এর মাঝে কোনো হল যুক্ত হলে তাও প্রকাশ করবো।
বাবু আরও বলেন, সারা দেশ থেকে অসংখ্য ফোন পাচ্ছি। হল মালিকরা যেমন ফোন করে তাদের আগ্রহ দেখাচ্ছেন তেমনি ফোন করছেন তরুণরা। তাদের সবার জিজ্ঞাসা, আমাদের শহরে দেখতে পাবতো? আমরা চেষ্টা করছি যত বেশি হলে সম্ভব ছবিটি মুক্তি দিতে। এ ক্ষেত্রে আমরা সহযোগিতা পাচ্ছি প্রায় সব মহলের।
প্রযোজনা সংস্থার দেওয়া তালিকা অনুযায়ী সিনেমা হলের নাম
ঢাকাঃ স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুন ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা, শ্যামলী, সেনা অডিটোরিয়াম (সাভার), মধুমিতা (মতিঝিল)।
চট্টগ্রামঃ সুগন্ধা (কাজির দেউড়ি), সিলভার স্ক্রিন (নাসিরাবাদ)।
নারায়ণগঞ্জঃ সিনেস্কোপ (চুনকা লাইব্রেরি)
বগুড়াঃ মধুবন (চেলোপাড়া)
‘রেহানা হয়ে ওঠা আজমেরী হক বাঁধন বলেন, ‘আমাদের সিনেমা নিয়ে যে সাড়া পাচ্ছি প্রতিদিন, তাতে আমি রীতিমত আপ্লুত। আমি চেষ্টা করব যত বেশি হলে সম্ভব, সরাসরি দর্শকদের সাথে বসে সিনেমা দেখবার।
কান চলচ্চিত্র উৎসবে হয়েছিল সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার; এরপর কিন্তু সেখানেই থেমে থাকেনি। এরই মধ্যে এটি ঘুরে এসেছে মেলবোর্ন চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, হংকং এশিয়া চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ মোট ১৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে। অপেক্ষায় আছে সিঙ্গাপুরসহ আরও বেশ কিছু দেশে যাওয়ার।
সারাবাংলা/এজেডএস