Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টয়লেট বিড়ম্বনা নিয়ে নাটক

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২১ ১৫:৫৯

একটি মনোরম রিসোর্ট। বাবাকে নিয়ে বেড়াতে আসে একজন তরুণী। কিন্তু টয়লেটের দরজায় লেখা ‘হি’ মানে পুরুষ এবং ‘শি’ মানে মহিলা নিয়ে ম্যানেজারের সঙ্গে মেয়েটির বিপত্তি বেঁধে যায়। ম্যানেজার মোবাইল ফোনে কথা বলতে বলতে মহিলা টয়লেটে ঢুকে পড়ে! এভাবে এগোতে থাকে গল্প। নাটকটির নাম ‘হিশি’।ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে অবমুক্ত হয়েছে নাটকটি।

রিসোর্টের ম্যানেজার চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। বাবা-মেয়ের ভূমিকায় দেখা যাবে তারিক আনাম খান ও সামিরা খান মাহিকে।

বিজ্ঞাপন

নাটকটি যৌথভাবে লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং কে এম সোহাগ রানা। রাজ বলেন, “রিসোর্টে বেড়াতে গিয়ে আমাদের অনেকেরই নানান অভিজ্ঞতা হয়। এগুলোর কোনোটা হাসির, কোনোটা আনন্দের, আবার কিছু ঘটনা কষ্টেরও। এসব মিশ্র অনুভূতি নিয়ে সাজানো হয়েছে ‘হিশি’। দর্শকদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে।”

‘হিশি’ নাটকে রয়েছে নতুন একটি গান। ‘আমি তো বুঝিনি কখন’ শিরোনামের এই গানটি গেয়েছেন তাসনিম আনিকা। এর কথা লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন আপেল মাহমুদ এমিল। সিনেমাওয়ালা মিউজিকে এটি প্রকাশিত হয়েছে।

সিনেমাওয়ালার প্রযোজনায় তৈরি হয়েছে ‘হিশি’। এতে আরও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, নঈম ইমতিয়াজ নেয়ামূল, সানজিদা, ফারিহা। এর চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর, সম্পাদনায় রাশেদ রাব্বী।

সারাবাংলা/এজেডএস

ফারহান হিশি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর