Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘আগামীকাল’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২১ ১৬:৪৬

অবশেষে মুক্তি পাচ্ছে বাংলা চলচ্চিত্র ‘আগামীকাল’। ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে নির্মিত সাইকোলজিকাল থ্রিলার মুক্তি পাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর।

অঞ্জন আইচ রচিত ও পরিচালিত মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারি মম, মামুনুন ইমন, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ ও টুটুল চৌধুরী।

দি অভি কথাচিত্রের পরিবেশনায় ‘আগামীকাল’ দেশব্যাপী প্রায় চল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘আগামীকাল’ চলচ্চিত্রের ট্রেইলার টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই চলচ্চিত্রটির জন্য আবহসংগীত পরিচালনা করেছেন স্বনামধন্য সঙ্গীত পরিচালক ইমন সাহা। চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক কমল চন্দ্র।

২ ঘণ্টা ৮ মিনিটের এই চলচ্চিত্রে একটি রবীন্দ্রসঙ্গীতসহ রয়েছে মোট চারটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ, অর্পণ কর্মকার ও জানে। গানগুলোর সংগীতায়োজনে ছিলেন পৃথ্বীরাজ ও সুজন আরিফ।

দেশের প্রায় আটটি লোকেশনে এই চলচ্চিত্র চিত্রায়িত হয়েছে। এই চলচ্চিত্র বাংলাদেশের নিসর্গ প্রকৃতিকে চমৎকার করে ফুটিয়ে তোলা হয়েছে।ডাবিংয়ের কাজ হয়েছে রিপন নাথ এর সাউন্ড বক্স স্টুডিওতে। এছাড়া ফলি সাউন্ড ও কালারসহ যাবতীয় পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে কলকাতার টকিজ স্টুডিওতে।

সারাবাংলা/এজেডএস

২৪ ডিসেম্বর আগামীকাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর