Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঁতাওয়ে প্রান্তিক মানুষের চরিত্রে ফজলুল হক

আহমেদ জামান শিমুল
১৫ নভেম্বর ২০২১ ২০:০৮

অভিনেতা ফজলুল হককে অনেক পাঠক চিনতে নাও পারেন। তবে একটু বিস্তারিত বললে অধিকাংশরেই চিনতে অসুবিধা হবার কথা না। নন্দিত নির্মাতা তারেক মাসুদের ‘রানওয়ে’ চলচ্চিত্রের ‘রুহুল’-এর কথা নিশ্চয় কেউ ভুলেননি। তিনি এবার আসছেন একজন প্রান্তিক মানুষের চরিত্রে। খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’-এ তাকে এমন চরিত্রে দেখা যাবে।

ছবিটি সম্প্রতি গ্রুপ ও পেইজ খুলে প্রচারণা শুরু করেছে। এতে তার চরিত্রের নামও ফজলু। একজন প্রান্তিক কৃষক তার বিপরীতে অভিনয় করেছেন আইনুন পুতুল।

বিজ্ঞাপন

ছবির কাহিনি সম্পর্কে ফজলুল জানান, এতে কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠির সুখ-দুঃখ, হাসি-কান্নায় আবর্তিত।

পরিচালক খন্দকার সুমনের পরিচালনায় এর আগে স্বল্পদৈর্ঘ্য ‘পৌনঃপুনিক’-এ অভিনয় করেছিলেন ফজলুল। সে সুবাধে পরিচালক তাকে এ ছবিতে অভিনয়ের জন্য ডাকেন।

সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার পর পরিচালক তাকে ও পুতুলকে ছবির চিত্রনাট্য পড়তে দেন। কিন্তু তাদের পড়া শুনে সবাই হো হো করে হেসে দেন। এ হাসির কারণ বলেন ফজলুল, ‘ছবিতে উত্তরাঞ্চলের ভাষা ব্যবহার করা হয়েছে। যার কারণে আমাদের উচ্চারণ ওই এলাকার মানুষের মত হচ্ছিল না। পরে পরিচালক ওই অঞ্চলের একজনকে রেখে দেন আমাদেরকে ভাষাটা শিখানোর জন্য।’

ফজলুল আরও বলেন, ছবিতে আমি কৃষকদের প্রতিনিধিত্ব করেছি। এর জন্য আমাকে কোদাল চালানো, ক্ষেতে ফসল কাঁটা শিখতে হয়েছে, নৌকা বাইচে অংশ নিতে হয়েছে।

‘সাঁতাও’-এর শুটিং করেছেন রংপুর, লালমনিরহাটে তিস্তা নদীর পাড়ে। এটি গণ-অর্থায়নে নির্মিত একটি ছবি। খুব শিগগিরই এর মুক্তির তারিখ জানানো হবে বলে জানালেন ফজলুল।

বিজ্ঞাপন

গেল নভেম্বরে মুক্তি পাওয়া প্রসূন রহমান পরিচালিত ‘ঢাকা ড্রিম’-এও অভিনয় করেছেন ফজলুল। এছাড়া রানওয়ের পর তিনি অভিনয় করেছেন মৃত্তিকা গুণের কালো মেঘের ভেলা, আবু শাহেদ ইমনের জালালের গল্পে। তিনি বর্তমানে একটি স্কুলে শিক্ষকতা করছেন। পাশাপাশি মঞ্চে নিয়মিত অভিনয় করছেন।

সারাবাংলা/এজেডএস

ফজলুল হক সাঁতাও

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর