Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিচালক রিজু এবার নায়ক, নায়িকা এলিনা শাম্মী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২১ ১৭:১১

‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমা দিয়ে ঘরে তুলেছেন শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে একজন অভিনেতা হিসেবেও রিজুর সুনাম আছে। কাজ করেছেন কিছু ফিকশনে। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘মধ্যবিত্ত’ সিনেমায়। এ ছবি দিয়েই পরিচালক রিয়াজুল রিজু অভিনয় শুরু করছেন বড় পর্দায়। এখানে তার সঙ্গে নায়িকা চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা এলিনা শাম্মি।

গতকাল সোমাবার (১৫ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন তারা। সিনে মিডিয়ার প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক তানভীর হাসান।

বিজ্ঞাপন

রিজু-শাম্মি ছাড়াও এতে অভিনয় করবেন সমু চৌধুরী, মাসুম আজিজ, বড়দা মিঠু, আমির সিরাজি, শবনম পারভীন ও ওমর মালিক প্রমুখ ।

পরিচালক তানভীর হাসান বলেন, ‘সিনেমাটি মৌলিক একটি গল্প নিয়ে তৈরি করা হচ্ছে। যা দেখে আশা করি দর্শককে বিনোদনের পাশাপাশি ভাবনার অনেক খোরাক যোগাবে। ছবিতে দেশপ্রেম এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে।’

তিনি আরও বলেন, করোনার আগে আমি ‘মধ্যবিত্ত’ সিনেমার মহরত অনুষ্ঠান করেছিলাম। কিন্তু করোনার কারণেই কাজ শুরু করতে পারিনি। এখন সার্বিক অবস্থা ভালো মনে হচ্ছে। তাই কাজটা শুরু করেছি।

রিয়াজুল রিজু এ সিনেমায় কাজের প্রসঙ্গে বলেন, ‘গল্পটা শুনে আমার ভালো লেগেছে তাই রাজি হলাম। আমি আগে নাটকের দলে যুক্ত ছিলাম। তাই অভিনয়ের সাহসটা দেখালাম। আশা করছি দর্শকরা আমাকে ভালোবভাবে নেবেন। আমি তাদের মুগ্ধ করতে পারবো।’

এলিনা শাম্মি বলেন, ‘আশা করছি ভালো একটা ছবি হতে যাচ্ছে। গ্রাম আর শহরের রাজনৈতিক গল্প নিয়ে ছবি। আমার চরিত্রটি এমন যে সব কিছু জয় করে নেয় তার সাহসের জোরে।’

বিজ্ঞাপন

পরিচালক জানান, আগামী মাসে মুন্সিগঞ্জ পদ্মার চরে বিভিন্ন লোকেশনে হবে ছবিটির শুটিং।

সারাবাংলা/এজেডএস

এলিনা শাম্মী মধ্যবিত্ত রিয়াজুল রিজু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর